রাহাত টাওয়ারের আগুন দেড় ঘণ্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি | কৌণিক বার্তা

রাহাত টাওয়ারের আগুন দেড় ঘণ্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি | কৌণিক বার্তা

আজ (৬ জানুয়ারি) সকলের দিকে রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লেগেছে। সকাল ১১ টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস সেখানে আসেন।

এখন বাংলামেটরে রাহাত টাওয়ারের ১১ তলার আগুন দেড় ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিটে ৯৬ জন জনবল ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানাগিয়েছে। 

সকাল ১১ টা ৪ মিনিটে বাংলামোটরের রাহাত টাওয়ার নামের ভবনের ১১ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আমরা দ্রুত সেখানে পৌঁছে ১১টা ১০ মিনিটেই ফারার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত  দুই দফায় ফায়ার সার্ভিসের ইউনিট বাড়িয়ে ১১টি ইউনিট কাজ করছে এখন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সোয়া ১২ টার দিকে বলেন।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি জানিয়েছেন। 


এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url