যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না - ভাবসম্প্রাসরণ

যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না - ভাবসম্প্রসারন

চাওয়া-পাওয়ার ব্যবধান মানবজীবনের সবচেয়ে বড় হতাশার কারণ। এ ব্যবধানকে স্বীকার করেই মানুষকে জীবনপথে অগ্রসর হতে হবে। - যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না - ভাবসম্প্রাসরণ

যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না

মূলভাব:

চাওয়া-পাওয়ার ব্যবধান মানবজীবনের সবচেয়ে বড় হতাশার কারণ। এ ব্যবধানকে স্বীকার করেই মানুষকে জীবনপথে অগ্রসর হতে হবে।

সম্প্রসারিত ভাব:

মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই। কিন্তু তার সমস্ত চাওয়াই প্রত্যাশামাফিক পূরণ হয় না। প্রত্যাশার সাথে প্রাপ্তির যোজন যোজন ব্যবধান মানুষের মনে হতাশাগ্নি চির প্রজ্বলিত করে রেখেছে। মানুষ জানেই যে, তার আকাঙ্ক্ষার সর্বৈব পূরণ সম্ভব নয়। তবুও সে অনেক কিছু পাওয়ার আশা করে, অনেক কিছু নিয়ে আশায় বুক বাঁধে। এই আশায় বাঁধা বুক অনিবার্যভাবেই ভেঙে খান খান হয়ে যায়। এ আশা-ভঙ্গের পেছনে দায়দায়িত্ব অবশ্য মানুষেরই। কারণ মানুষ যখন চায় তখন বাস্তবতা ও যুক্তির দিকে খেয়াল রাখে না। চাওয়ার সাথে সামর্থ্য ও প্রাপ্তির জন্যে অনুকূল পরিবেশের বিষয়টি অবশ্যই জড়িত। সেদিকে খেয়াল না করলেই বিপত্তি এবং খেয়াল না করাটাই মানুষের চিরন্তন প্রবৃত্তি। অবিবেচনাপ্রসূত প্রত্যাশার পূর্তিতে ব্যর্থ হয়ে মানুষ যখন হতাশায় পোড়ে, তখন সে আরও বেশি কষ্টে নিপতিত হয়-যখন সে এখন কিছু পায় যা মোটেই কাঙ্ক্ষিত নয়। মানুষ যা চায় না অমোঘ নিয়তি তা-ই তার ওপরে চাপিয়ে দেয়। ইচ্ছে করলেও মানুষ নিয়তিকে অধীকার করতে পারে না। তাই একদিকে কাঙ্ক্ষিত বস্তু না পেয়ে মনঃকষ্টে ভোগার পাশাপাশি মানুষ অপ্রত্যাশিত বিষয় এড়াতে না পেরে অধিকতর কষ্ট পায়। এ কষ্টই জীবনের সত্য, জীবনের অনিবার্য পরিণতি।

মন্তব্য:

মানুষ যেন বড়ই অসহায়, বড়ই বোকা। নিয়তি তাকে নিয়ে খেলছে- এটা বুঝেও সে চাওয়ার মোহমায়া থেকে বেরিয়ে আসতে পারে না। যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না - ভাবসম্প্রসারণ

বিঃদ্রঃ বাংলাদেশর সকল শিক্ষা বিষয়ের খবর তথ্য জানতে চোখ রাখুন কৌণিক বার্তা ফেসবুক পেজেঃ-


ভাবসস্প্রসারণের সম্পূর্ণ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url