বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ - কৌণিক বার্তা
বই মানুষকে সঠিক পথ দেখায়। বই তোমাকে হাসাইব বই তোমাকে যথেষ্ট আনন্দ দেবে। ,বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী সারাংশ
বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। তোমার খুব ভালো বন্ধ থাকিতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাহাদিগকে নাও পাইতে পারো। তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলিতে পারে; তাহাদের দুই একজন যে বন্ধু নহে তাহাও প্রমাণিত হইতে পারে এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকিবে। কোনো কোনো বই তোমাকে হাসাইবে, কোনো কোনো বই তোমাকে যথেষ্ট আনন্দ দেবে। কতগুলি বই তোমাকে জ্ঞানদান করিবে। তাহারা তোমাকে মহৎ ও মানুষ নামের যোগ্য করিবে। তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু।
সারাংশঃ বই মানুষের প্রকৃত বন্ধু। সুখে-দুঃখে, স্বজনে-নির্জনে একমাত্র মনের খোরাক ও আনন্দ যোগাতে পারে যে জিনিসটি তা হলো বই। বন্ধরা প্রয়োজনের সময় অনেকে এগিয়ে আসে না। অনেক সময় বন্ধু বন্ধুত্বের পরিচয় পর্যন্ত দেয় না; কিন্তু বই সব সময়ের বন্ধু। বই মানুষের বড় বন্ধু বা সঙ্গী বলা হয়।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url