অমঙ্গলকে জগৎ হতে হেসে উড়িয়ে নেবার চেষ্টা করো না - সারাংশ

সারাংশ

যেখান হতে মঙ্গল সেখান হতেই অমঙ্গল, বস্তুত অমঙ্গলের মধ্যেই মঙ্গল প্রচ্ছন্নভাবে লুকিয়ে রয়েছে , অমঙ্গলকে জগৎ হতে হেসে উড়িয়ে নেবার চেষ্টা করো না - সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC


অমঙ্গলকে জগৎ হতে হেসে উড়িয়ে নেবার চেষ্টা করো না, তাহলে মঙ্গল সমেত উড়ে যাবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করেছ, অমঙ্গলকেও সেভাবে গ্রহণ কর। অন্যদের উপস্থিতি দেখে ভীত হতে পার, কিন্তু বিস্মিত হবার হেতু নেই। যেদিন জগতে মঙ্গলরে আবির্ভাব হয়েছে সেদিনই অমঙ্গলরে যুগপৎ উদ্ভাব হয়েছে। একই দিনে, একই ক্ষণে, একই উদ্দেশ্য সাধনের নির্মিত উত্তরের উৎপত্তি। এককে ছেড়ে অন্যের অস্তিত্ব নেই, এককে ছেড়ে অন্যের অর্থ নেই। যেখান হতে মঙ্গল সেখান হতেই অমঙ্গল। সুখ ছেড়ে দুঃখ নেই। দুঃখ ছেড়ে সুখ নেই। একই প্রস্রবণে, একই নির্ঝর ধারাতে উভয় স্রোতস্বতী জন্মলাভ করেছে, একই সাগরে উভয়ে গিয়ে মিশেছে।

সারাংশ : এ জগতে মঙ্গল - অমঙ্গল, সুখ-দুঃখ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জগতে অমঙ্গল ও দুঃখ আছে বলেই মঙ্গল ও সুখের মূল্য আমরা অনুধাবন করতে পারি। বস্তুত অমঙ্গলের মধ্যেই মঙ্গল প্রচ্ছন্নভাবে লুকিয়ে রয়েছে।

সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url