সারাংশ আজকের দুনিয়াটা - Kounik Barta

সারাংশ

মনুষ্যত্বকে বাঁচাবার জন্য এ অবস্থা থেকে পরিত্রাণ দরকার ,আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীলে সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC


আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশার লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলছে। মানুষ যদি এই দৃঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়ত লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়ত নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়।


সারাংশ : আজকের দুনিয়ার অর্থও বিশ্বের দুর্নিবার আকর্ষণ মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে। এ অন্ধ মোহ মানুষকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মনুষ্যত্বকে বাঁচাবার জন্য এ অবস্থা থেকে পরিত্রাণ দরকার। নইলে ধ্বংস অনিবার্য।

সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url