২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত | কৌণিক বার্তা

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF

আজ ৩ জানুয়ারি ২০২২ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে জানিয়েছে যে ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত | কৌণিক বার্তা

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট 

সকলকে জানানো যাচ্ছে যে , ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ০৬/০১/২০২২ তারিখ সকাল ১০ : ০০ টা হতে ২৭/০১/২০২২ দুপুর ২ : ০০ টা পর্যন্ত এ আবেদন করা যাবে এবং ৩০/০১/২০২২ তারিখ বিকাল ০৪ : ০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে ।

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট 

 পে - স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলীঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট 103.113.200.36/PAMS/ ICTUnit / Re_scruting.aspx থেকে online এ আবেদন Form পূরুন করে Payslip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ , রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন AMERICAN EXPRESS , VISA , DBBL NEXUS , MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে online- এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা , Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না । ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না । ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে । আবেদনের কপি বা পে - স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই ।

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট 

 উল্লেখ্য , উত্তরপত্র পূণঃনিরীক্ষণ / নম্বর যাচাই ফি প্রতি পত্র ৫০০ / - ( পাঁচশত ) টাকা ।

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২ য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সংশোধিত | কৌণিক বার্তা




এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF