যাঁরা নিজে নিজে চেষ্টা করেন, আল্লাহ তাদের সহায় হন সারাংশ - কৌণিক বার্তা

সারাংশ

বড় হবার একটাই পথ, পরিশ্রম করা যাঁরা নিজে নিজে চেষ্টা করেন, আল্লাহ তাদের সহায় হন সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC


যাঁরা নিজে নিজে চেষ্টা করেন, আল্লাহ তাদের সহায় হন। পৃথিবীতে যাঁর বড় লোক হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই জীবনী পাঠ করলে শিক্ষা দেখে থাকি। বিদ্যাই হোক, ধনই হোক পরিশ্রম না করলে কেউ তা লাভ করতে পারে না। এক রাজপুত্র একবার এক পতিতার বলেছিলেন, মহাশয়, সাধারণ থেকে পরিশ্রম করে বিদ্যালাভ করে থাকে। আমি পরিশ্রমে অভ্যস্ত নই, আ মনের কোনো সহজ পথ করে দিতে পারেন না?” পণ্ডিত বলছেন "রাজা বাবার জন্য বিদ্যা শিক্ষার তন্ত্র উপায় নেই। অনেক বালক আছে তারা কেবল শিক্ষক মহোদয়ের উপরই নির্ভর করে থাকে। অভিধান খুলে কষ্ট নীকার না করে অর্থপুস্তকের সাহায্য নেন। এ রকম লোক কখনো জগতে উন্নতি করতে পারে না।

সারাংশ: বড় হবার এখন উপায় হলো নিজের চেষ্টার ওপর অর্থাশীল হওয়া। যে জ্ঞান বা বড় হতে চেষ্টা করে না আগ্রহ তাকে দল বা বড় করেন না। বড় হবার একটাই পথ, পরিশ্রম করা। বিশেষ করে পরিশ্রম ছাড়া জ্ঞানলাভের জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই।


সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url