চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই সারাংশ - কৌণিক বার্তা
চরিত্রবান ব্যক্তি সকলের শ্রদ্ধা লাভ করে। আর চরিত্রহীন ব্যক্তি সকলের ঘৃণা ও অবজ্ঞার পাত্র। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু তার চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান ব্যক্তি একথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর। তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই ।
সারাংশঃ মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। চরিত্রবান ব্যক্তি সকলের শ্রদ্ধা লাভ করে। আর চরিত্রহীন ব্যক্তি সকলের ঘৃণা ও অবজ্ঞার পাত্র। জ্ঞান, ন্যায়ানুগত্য, বিনয়, স্বাধীন চিন্তাপ্রিয়তা ও পরদুঃখকাতরতা চরিত্রের লক্ষণ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url