বিকাশ অটো রিচার্জ চালু করার নিয়ম

বিকাশ গ্রাহক এর সুবিধা কথা ভেবে বিকাশ নিয়ে এলো অটো রিচার্জ সেবা। চালু করা থাকলে, মোবাইলের ব্যালেন্স ১০ টাকা বা তার কম হলেই রেজিস্টার করা নাম্বারে আপনার দেওয়া নির্ধারণ রিচার্জ অ্যামাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। যে ভাবে এই সেবা চালু করবেন তা দেখুন।

বিকাশ কি

বিকাশ ২০১১ সালে যাত্রা শুরুর করেন যার মাধ্যমে মানুষেরা দৈনন্দিন লেনদেন করে থাকে। একটি ডিজিটাল আর্থিক লেনদেন মাধ্যম। এর মাধ্যমে সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী আর্থিক লেনদেন করা যায়। বাংলাদেশ এর সবচেয়ে বৃহত্তর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ হচ্ছে একটি আর্থিক লেনদেন এর মোবাইল ব্যাংকিং সেবা। বাংলাদেশর যে কোন এলাকায় অর্থ লেনদেন  করতে পারবেন মোবাইল ফোন এর মাধ্যমে।

বিকাশ অটো রিচার্জ চালু করার নিয়ম | BKash Auto Recharge Service On
বিকাশ অটো রিচার্জ চালু করার নিয়ম | BKash Auto Recharge Service On

বিকাশ অটো রিচার্জ চালু

বিকাশ গ্রাহকদের সুবিধার জন্য নিয়ে এলো অটো রির্চাজ সেবা। এখন বিকাশ গ্রাহকদের আর ব্যালেন্স শেষ হবে না। বিকাশ নিয়ে এলো অটো রিচার্জ যা মোবাইলে ব্যালেন্স শেষ হওয়ার আগেই নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো রিচার্জ হয়ে যাবে। বিকাশ একাউন্ট অটো রিচার্জ সুবিধা চালু করতে পারবেন খুব সহজে। বিকাশ অটো রিচার্জ সুবিধা অন করার পরে, মোবাইলের ব্যালেন্স ১০ টাকা বা তার কম হলেই রেজিস্টার করা নাম্বারে আপনার দেওয়া নির্ধারণ টাকা রিচার্জ অ্যামাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে রিচার্জ হয়ে যাবে। এবং অটো রিচার্জ  অ্যামাউন্টটি যেকোনো সময় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। বিকাশ অটো মোবাইল রিচার্জ সার্ভস চালু আছে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল এবং রবি গ্রাহকদের। বিকাশ গ্রাহকরা অ্যাপ ও *247# ডায়াল করে অটো রিচার্জ সার্ভিসটি অন করে উপভোগ করতে পারবেন। নিচে দুইটি পদ্ধতির মাধ্যমে কি ভাবে অটো রিচার্জ সার্ভিসটি সেট করবে সেই সম্পর্কে বিস্তারিত দেখুন।

আরও পড়ুনঃ বিকাশ অটো রিচার্জ বন্ধ করার নিয়ম

বিকাশ অটো রিচার্জ শর্তাবলী

১। গ্রাহকের অবশ্যই বিকাশ একাউন্ট থাকতে হবে।

২। এই সেবাটি শুধুমাত্র নিজের বিকাশ নাম্বারেই অটো রিচার্জ চালু করতে পারবেন।

৩। গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল এবং রবি নাম্বারে প্রিপেইড গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

৪। অটো রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) অবশ্যই আগে নিদিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করে দিতে হবে।

৫। মোবাইলের ব্যালেন্স ১০ টাকা বা তার কম হওয়া মাত্র অটো-রিচার্জ হয়ে যাবে।

৬। বিকাশ একাউন্টে অবশ্যই অটো-রিচার্জের নির্ধারিত পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

৭। অটো রিচার্জ সেবাটি দিনে ৩ বার অটো গ্রহণ করতে পারবেন।

৮। যদি আপনার দেওয়া অটো রিচার্জ অ্যামাউন্ট পরিমাণের সাথে সংশ্লিষ্ট কোনো রিচার্জ প্যাক থাকে, তবে সেই প্যাকটি মোবাইল অপারেটর দ্বারা চালু হওয়ার সম্ভব থাকতে পারে।

বিকাশ অটো রিচার্জ চালু করার উপায়

বিকাশে অটো রিচার্জ সেট করার উপায় খুবই সহজ। সাধারণত দুইটি মাধ্যমে বিকাশ থেকে মোবাইলে অটো রিচার্জ সার্ভিসটি চালু করা যায়। যে দুইটি নিয়মে মাধ্যমে বিকাশ অটো রিচার্জ সেবা চালু করতে পারবেন তা হচ্ছে - 

  • কোড ডায়াল করে বিকাশ অটো রিচার্জ অন করার নিয়ম
  • বিকাশ অ্যাপ থেকে অটো রিচার্জ চালু করার নিয়ম

উল্লিখিত, দুটি নিয়মে মাধ্যমে আপনারা মোবাইলে Bkash auto recharge চালু করতে পারবেন। বিকাশ অ্যাপ এবং কোড ডায়াল করে খুব সহজেই বিকাশ অটো রিচার্জ চালু করা যায়। উল্লিখিত, এই দুইটি নিয়ম সম্পর্কে জানতে চাইলে নিচের আর্টিকেল পড়ুন।

বিকাশ অ্যাপ দিয়ে অটো রিচার্জ চালু করার নিয়ম

আপনি বিকাম অ্যাপ দিয়ে অটো রিচার্জ সার্ভিসটি চালু করতে পারবেন। প্রথম আপনার মোবাইল ফোন বিকাশ অ্যাপটি ইন্সটল থাকতে হবে। যদি বিকাশ অ্যাপটি ইন্সটল না থাকে তাহলে আপনার মোবাইল ফোনের “Google Play Store” থেকে বিকাশ অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর আপনা বিকাশ একাউন্ট লগইন করে নিবেন। তারপরে নিচের ধাপগুলো অনুসরণ করে বিকাশ অটো রিচার্জ অন করুণঃ -

যে ভাবে বিকাশ অ্যাপ থেকে অটো রিচার্জ চালু করবেনঃ প্রথমত, আপনার বিকাশ অ্যাপ ওপেন করুণ > মোবাইল রিচার্জ > নিজস্ব মোবাইল নাম্বার > অটো রিচার্জ সেটিংস > অটো রিচার্জ চালু করুণ > অ্যামাউন্ট দিন > বিকাশ পিন > ট্যাপ করুণ > কনর্ফম এসএমএস পেয়ে যাবে। এই ভাবে আপনি বিকাশ সেবাটি অন করতে পারবেন।

ধাপঃ ১

বিকাশ অ্যাপ ওপেন করে বিকাশ পিন দিয়ে লগইন করুণ, এরপর মোবাইল রিচার্জ সিলেক্ট করুণ।

বিকাশ অ্যাপ দিয়ে অটো রিচার্জ চালু
বিকাশ মোবাইল রিচার্জ

ধাপঃ  ২

আপনার বিকাশ একাউন্ট এর মোবাইল নাম্বার দিতে হবে। এই অটো রিচার্জ সেবাটি শুরু মাত্রা বিকাশ একাউন্ট খোলার আছে এমন মোবাইল নাম্বারে চালু করা যাবে। এখন আপনা মোবাইল নাম্বার দিয়ে (→) চিহ্ন ট্যাপ করুণ।

মোবাইল রিচার্জ নাম্বার ট্যাইপ
মোবাইল রিচার্জ নাম্বার ট্যাইপ

ধাপঃ ৩

এরপরে নিচে দিকে অটো রিচার্জ সেটিংস অপশন ট্যাপ করুণ

বিকাশ অটো রিচার্জ সেটিংস চালু
বিকাশ অটো রিচার্জ সেটিংস চালু

ধাপঃ ৪

এখন দেখতে পাবেন অটো রিচার্জ চালু করুণ অপশন সেখানে ডান দিকের অপশনটি অন করুণ।

বিকাশে অটো রিচার্জ চালু
বিকাশে অটো রিচার্জ চালু

ধাপঃ ৫

এখন আপনার মোবাইল নাম্বার যে পরিমাণ রিচার্জ করতে চান তা লিখুন। রিচার্জ অ্যামাউন্ট দিয়ে (→) চিহ্ন ট্যাপ করুণ।

বিঃদ্রঃ আপনি অটো রিচার্জ অ্যামাউন্টি যেকোন সময় পরিবর্তন করতে পারবেন।

মোবাইল রিচার্জ অ্যামাউন্ট
মোবাইল রিচার্জ অ্যামাউন্ট

ধাপঃ ৬

এখন আপনি দেওয়া সকল তথ্য ঠিক আছে কি না তা যাচাই করে বিকাশ একাউন্ট পিন দিয়ে পরবর্তী ট্যাপ করুণ।

বিকাশ একাউন্ট পিন
বিকাশ একাউন্ট পিন

ধাপঃ ৭

এখন আপনি ট্যাপ করে ধরে রাখুন।

বিকাশ লেনদেন কনর্ফম করতে ট্যাপ করে ধরে রাখুন
বিকাশ লেনদেন কনর্ফম করতে ট্যাপ করে ধরে রাখুন

ধাপঃ ৮

আপনার দেওয়া সকল তথ্য সঠিক থাকলে নিচে দেওয়া মত একটি পেইজ পাবে। এবং আপনার মোবাইল নাম্বার কনর্ফম এসএমএস চলে যাবে।

বিকাশ অটো রিচার্জ চালু কনর্ফম এসএমএস
বিকাশ অটো রিচার্জ চালু কনর্ফম এসএমএস

উল্লেখিত, ধাপগুলি অনুসরণ করে আপনি বিকাশ অটো রিচার্জ চালু করতে পারবেন। আপনা বিকাশ একাউন্ট এই সেবাটি চালু হয়েছে। আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কোড ডায়াল করে বিকাশ অটো রিচার্জ অন করার নিয়ম

আপনি বাটন ফোন এর মাধ্যমে বিকাশ অটো রিচার্জ চালু করতে পারবেন সহজে। চলু বাটন মোবাইল ফোনে USSD কোড ডায়াল করে অটো রিচার্জ চালু করা নিয়ম দেখেনেই নিচের ধাপ গুলো অনুসরণ করুণঃ

ধাপঃ ০১

আপনার মোবাইল থেকে সে বিকাশ একাউন্ট এই সেবা চালু করেতে চান সেই সিমে *২৪৭# ডায়াল করুন।

বিকাশ কোড ডায়াল
বিকাশ কোড ডায়াল

ধাপঃ ০২

এখান থেকে Mobile Recharge অপশনে যাওযার জন্য ৩ টাইপ করে Send বাটন চাপুন।

বাটন ফোন বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ
বাটন ফোন বিকাশ দিয়ে মোবাইল রিচার্জ

ধাপঃ ০৩

আপনি যে সিম ব্যবহার বা এই সেবা চালু করতে চান সে মোবাইল অপারেটর এর নাম দেখে কত নাম্বার আছে তা লিখতে হবে। আমি রবি সিম চালু করার জন্য ১ টাইপ করে Send করুন।

সিম অপারেটর সিলেক্ট করুণ
সিম অপারেটর সিলেক্ট করুণ

ধাপঃ ০৪

এখন Auto Recharge অপশনের জন্য ৩ টাইপ করে Send করুন।

Auto Recharge অপশন
Auto Recharge অপশন

ধাপঃ ০৫

Active Auto Recharge চালু করার জন্য ১ টাইপ করে Send করুণ।

Active auto recharge
Active auto recharge

ধাপঃ ০৬

আপনার পছন্দের অ্যামাউন্ট সিলেক্ট করুণ। যদি দেখানো অ্যামাউন্ট ছাড়া অন্য অ্যামাউন্ট নিতে চান তাহলে Enter others Amount অপশনে যান। এরপর অ্যামাউন্ট দিয়ে Send করুণ।

অটো রিচার্জ অ্যামাউন্ট প্রদান
অটো রিচার্জ অ্যামাউন্ট প্রদান

ধাপঃ ০৭

যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে, এখন আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিয়ে Send করুন।

বিকাশ একাউন্ট পিন দিন
বিকাশ একাউন্ট পিন দিন

ধাপঃ ০৮

আপনাকে এসএমএস এর মাধ্যমে Auto Recharge আপশন চালু হয়েছে তার এটি কনর্ফম এসএমএসের পাবেন।

অটো রিচার্জ কনর্ফম
অটো রিচার্জ কনর্ফম

উপরে দেওয়া পদ্ধতি এর মাধ্যমে বিকাশে এই সুবিধাটি চালু করতে পারবেন খুব সহজে। এখন আপনার বিকাশ একাউন্টে অটো রিচার্জ সার্ভিসটি চালু হয়েগিয়েছে।

বিকাশ অটো রিচার্জ সুবিধা

আমার প্রতিনিয়ত বিকাশ থেকে মোবাইল নাম্বারে রিচার্জ করে থাকি। আমাদের মধ্যে অনেকেই আছে যে বারবার বিকাশ থেকে রিচার্জ করেন তে অনেক বিরক্তি লাগে মনে হয় যদি অটো রিচার্জ থাকতো তাহলে ভালো হতো। তাদের জন্য বিকাশ নিয়ে এলো অটো রিচার্জ সেবা। এর মাধ্যমে যে সুবিধা পাবেন তা নিচে দেওয়া হলোঃ

  • বিকাশ প্রবেশ করে আর রিচার্জ করতে হবে না।
  • আপনাকে আর মনে রাখতে হবে মোবাইল টাকা আছে কি
  • মোবাইলে ১০ টাকার কম হলে অটো রিচার্জ হয়ে যাবে।
  • কথা বলতে গিয়ে যদি ১০ টাকার কম হলে রিচার্জ হবে।
  • আপনার ব্যালেন্স শেষ হওয়ার ভয় থাকবে না।

বিকাশ অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন করার নিয়ম

আপনি যখন অটো রিচার্জ সেবা চালু করেছেন তখন যে টাকার পরিমাণ দিয়েছেন তা এখন আপনি পরিবর্তন করে বেশি বা কম করতে চাইছেন। চলু অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন কিভাবে করা যায়।

অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন করার জন্যঃ বিকাশ ওপেন > মোবাইল রিচার্জ > সিম অপারেটর সিলেক্ট > অটো রিচার্জ > অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন > নতুন অ্যামাউন্ট > বিকাশ পিন > কনর্ফম  খুব সহজে এই ভাবে আপনি পরিবর্তন করতে পারবেন।

Bkash Auto Recharge Amount Change system: Bkash Open > Mobile Recharge > SIM Operator Select > Auto Recharge > Change Auto Recharge amount > New amount > BKash PIN > Confirm.

এই ছিলো আজকের বিকাশ অটো রিচার্জ চালু করার নিয়ে পোষ্ট। আশা করি আপনার এই পোষ্ট পড়ে শিখতে পেরেছে। আমার পোষ্টটি ভাল লাগলে শেয়ার করবেন।


Tags:

বিকাশ থেকে অটো রিচার্জ করার নিয়ম, বিকাশ দিয়ে মোবাইলে অটো রিচার্জ করার নিয়ম, বিকাশ অটো রিচার্জ দিয়ে মোবাইলে ব্যালেন্স নেওযার নিয়ম, অটো রিচার্জ অ্যামাউন্ট পরিবর্তন করার নিয়ম

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url