তানজিম সাইয়ারা তটিনী জীবনী কাহিনী

তানজিম সাইয়ারা তটিনী

বাংলাদেশী অভিনেত্রী ও মডেল

তানজিম সাইয়ারা তটিনী (ইংরেজি : Tanjim Saiyara Totini) একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। বাংলাদেশের নাটক চলচ্চিত্র একজন নতুন অভিনেত্রী। তিনি ২০১৯ সাল বিজ্ঞাপন অভিনয় দিয়ে প্রথম বাংলা চলচ্চিত্র প্রবেশ করে। তিনি ৩০ টি বিজ্ঞাপন ও বেশ কয়েকটি ধারাবাহিক নাটক করেন।[১]

তানজিন সাইয়ারা তটিনী
তানজিন সাইয়ারা তটিনী | Tanjim Saiyara Totini
তানজিন সাইয়ারা তটিনী
নাম তানজিন সাইয়ারা তটিনী
ডাক নাম তটিনী, সুভাষিনী [১]
জন্ম তানজিন সাইয়ারা তটিনী, ১৯৯৯ সালে
জন্মস্থান বরিশাল, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশী
মাতৃশিক্ষায়তন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ), ব্যবসায় প্রশাসনে (বিবিএ), BBA [১]
ধর্ম ইসলাম
দাম্পত্য সঙ্গী নাই
কর্মজীবন ২০১৯-বর্তমান
পেশা মডেল এবং অভিনেত্রী
হোমটাউন ঢাকা, বাংলাদেশ


তানজিম সাইয়ারা তটিনী ১৯৯৯ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেনে। তিনি ২০১৯ সালে প্রথমে বিজ্ঞাপনের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন এর পরে প্রথম কাজ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সঙ্গে এবং বর্তমানে বেশ কয়েকটি নাটক করেছেন।

প্রথমিক জীবন

তানজিম সাইয়ারা তটিনী বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বরিশালের মেয়ে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি বরিশালেই ছিলাম। সেখানে তারা পড়ালেখা। তটিনী পরিবারের সবাই বরিশালে থাকেন। তাদের যৌথ পরিবার না, তবে সবাই কাছাকাছি থাকেন। সেখানেই বড় হয়ে উঠছিলেন তটিনী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পার হলেন। বিষয় ছিল বিজ্ঞান। লেখাপড়া করতে করতে তার ইচ্ছে হলো চিকিৎসাবিজ্ঞানে পড়ার এবং সেই কারণেই তার প্রথম ঢাকায় আসা। 

তানজিম সাইয়ারার জীববিজ্ঞান, রসায়নের মতো জটিল বিষয়গুলোই ভালো লাগত। মানুষের সেবা করার ইচ্ছেটাও ছিল প্রবল। তাই ঠিক করেছিলেন, ডাক্তার হবেন। এমনকি গাইনি চিকিৎসক হবেন ভেবেই রেখেছিলেন।[১]

কর্মজীবন

২০১৯ সালে শখের বশেই বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তটিনী এবং সেখান থেকেই শুরু অভিনয়। একে একে কাজ করে ফেলেছেন ৩০টির বেশি বিজ্ঞাপনে।[২] বিজ্ঞাপনের বাইরে তটিনীর প্রথম কাজ করেন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সঙ্গে। চরকির চলচ্চিত্র ‘এই মুহূর্তে’তে আলাদা তিনটি গল্প ছিল। এর মধ্যে পিপলু আর খানের পরিচালনায় ‘কল্পনা’য় অভিনয় করেছেন তটিনী।

নাটক

তিনি বাংলা নাটক শুরু করেন ২০২২সালে “বাঁচিবার হল তার স্বাদ” নাটকের মধ্য দিয়ে। এই নাটকে তার অভিনয় দক্ষতা দর্শকের মন ছুয়ে যায়। ফলস্বরূপ লক্ষ লক্ষ দর্শকের মনে অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন। এর পর তটিনী বেশ কিছু নাটক করে তার লিস্টে দেওয়া হলো। [২] তটিনী অভিনীত জনপ্রিয় নাটক গুলি হলঃ

  • সুহাসিনী (২০২৩)
  • ও আমায় ভালোবাসে (২০২৩)
  • অবশেষে (২০২৩)
  • বহিরাগত (২০২৩)
  • হঠাৎ বৃষ্টি  (২০২৩)
  • কথা ছিল (২০২৩)
  • নিউ মার্কেট
  • কমেডিয়ান
  • লিলুয়া
  • বাঁচিবার হল তার স্বাদ
  • কল্পনা

ধারাবাহিক নাটক

১. হাউস নং ৯৬ (২০২১)[৩]

পুরস্কার

তটিনী এখন কোন পুরস্কার পাইনি। পুরস্কার পেলে যুক্ত করা হবে।

তথ্যসূত্র

১. “তটিনী কর্মজীবন” - প্রথম আলো

২. “তানজিম সাইয়ারা তটিনী জীবনী” - নিউজ বাংলা ২৪

৩. “প্রথম পর্বেই সাড়া ফেলেছে 'হাউস নং ৯৬'” - NTV Online। Dhaka|৫ ফেব্রুয়ারি ২০২১

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
7 Comments
  • নামহীন
    নামহীন মঙ্গলবার, অক্টোবর ০৩, ২০২৩ ১:৫৫:০০ AM

    ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন।

    • শামীম জাহান
      শামীম জাহান বৃহস্পতিবার, অক্টোবর ০৫, ২০২৩ ২:৩৬:০০ PM

      ধন্যবাদ, আপনার মতামত দেওয়ার। আমাদের সাথে থাকুন।

  • Galib Riad
    Galib Riad শুক্রবার, অক্টোবর ০৬, ২০২৩ ১:০৭:০০ AM

    এক কথায় দারুণ

    • শামীম জাহান
      শামীম জাহান শুক্রবার, অক্টোবর ০৬, ২০২৩ ৫:১৩:০০ PM

      ধন্যবাদ, আপনার মতামত জানানোর জন্য। আমাদের সাথে থাকুন

  • নামহীন
    নামহীন বুধবার, এপ্রিল ০৩, ২০২৪ ১২:১৭:০০ AM

    তার হাসিটাই অনেক সুন্দর উপরের সব গুলো নাটক আমি দেখেছি

  • Md.Mamunur Rashid
    Md.Mamunur Rashid বুধবার, এপ্রিল ০৩, ২০২৪ ১২:২০:০০ AM

    তার হাসিটাই অনেক সুন্দর উপরের সব গুলো নাটক আমি দেখেছি

    • শামীম জাহান
      শামীম জাহান সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ৮:১০:০০ PM

      ধন্যবাদ, আপনার মতামত জানানোর জন্য। আমাদের সাথে থাকুন

Add Comment
comment url