আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাইমারি স্কুলে ক্লাস শুরু হবে ১০ টায়
বাংলাদেশে চলমান শীতে শৈতপ্রবাহ৷ হওয়ার কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও প্রাইমারি স্কুলের ক্লাস সকাল ১০টা থেকে শুরু করার নির্দেশ দিয়েছে। সোমবার এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। স্বাভাবিক সময় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হতো সকাল ৯ টায়। এখন আবহাওয়া জন্য ক্লাস শুরু করতে হবে সকল ১০ টায়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, সারাদেশের তীব্র চলমান শৈত্য প্রবাহ হওয়ার করণে ছোট শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।
ছবি: প্রাইমারি স্কুল |
এর আগে নোটিশ বলা হয়েছিল, গত ১৬ জানুয়ারিতে বলেন দেশের যে সকল জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সাময়িকভাবে বন্ধ রাখাতে পারবে। তবে এই বিষয় অবশ্যই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিভাগীয় উপপরিচালকরা ওই জেলা শীতের তীব্রতা স্কুল বন্ধ করার জন্য নির্দেশনা নিতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।