স্কাইপ অ্যাপ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF
স্কাইপ অ্যাপ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে
স্কাইপ অ্যাপ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে

বিশ্বের জনপ্রিয় অডিও-ভিডিও কলিং পরিষেবা অ্যাপ স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট মালিকানাধীন স্কাইপ আগামী মে মাসে এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে। ২০০৩ সালে স্কাইপ প্রতিষ্ঠিত হয় সেই সময় কম খরচে ভিডিও অডিও কলিং সুবিধা পাওয়া এর জনপ্রিয় হয়ে উঠেছিল। এতে করে ল্যান্ডফোনের দুনয়ায় ধস নামে। স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কারণ এতে কম্পিউটরের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়াই কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল।

সোশ্যাল মিডিয়া এক্সে মাইক্রোসফট এর আইডি এক পোস্টে জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করতে পারেন। এতে করে তাদের স্কাইপ অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এতে করো আর নতুন করে টিমস খুলতে হবে না।

স্কাইপ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও মাইক্রোসফট এটি কেনে ২০১১ সালে। ওই সময় মালিকানা পেতে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ করে তারা। যা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল।


সূত্রঃ যমুনা টিভি

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF