ভাবসম্প্রসারণ : ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় | বিষ হতে চিত্ত বড় - ভাবসম্প্রসারণ

ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়। অথবা, বিষ হতে চিত্ত বড়।

মানবজীবনে প্রতিপত্তির প্রধান উপাদান ধন-সম্পদ। কিন্তু ধনের চেয়ে মন বা মনুষ্যত্বের মূল্য অনেক বেশি। - ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়। অথবা, বিষ হতে চিত্ত বড় ভাবস্প্রসারণ

ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়।
অথবা
বিষ হতে চিত্ত বড়।

ভাবসম্প্রসারণ  ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়। অথবা, বিত্ত হতে চিত্ত বড় ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ১১ ও ১২ শ্রেণীর জন্য কাযকারি । ভাবসম্প্রসারণ তালিকা SSC HSC JSC বাংলা ২য় পত্রের পরিক্ষায় সহজ ভাবে লিখে ভালো নাম্বার পাবেন সেই ভাবে লেখা হয়েছে।

মূলভাব:

মানবজীবনে প্রতিপত্তির প্রধান উপাদান ধন-সম্পদ। কিন্তু ধনের চেয়ে মন বা মনুষ্যত্বের মূল্য অনেক বেশি। ধনসম্পদের অধিকারী হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়ার জন্যে প্রয়োজন মনের উদারতা ও বিশ্বাস। তাই ধন থাকলেই ধনী হওয়া যায় না। ধনী হওয়ার জন্যে প্রয়োজন প্রশস্ত মন। - ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়। অথবা, বিত্ত হতে চিত্ত বড় ভাবস্প্রসারণ

সম্প্রসারিত ভাব:

মানুষ দু'ধরনের ধনে ধনী হতে পারে। তা হলো পার্থিব ধন ও মনের ধন। সম্পদশালী ব্যক্তি সাধারণ মানুষের দেহ সাময়িক আধিপত্য বিস্তারে সক্ষম হলেও তাদের মনে স্থায়ী প্রভাব বিস্তার করতে অক্ষম। গুণহীন বিত্তশালী ব্যক্তি মানুষের মৌখিক সমাদর লাভ করলেও প্রকৃত মর্যাদা লাভ করতে পারে না। সাক্ষাতে প্রশংসিত হলেও অসাক্ষাতে তাদের মূর্খতা ও গুণহীনতার কারণে নিন্দিত ও ধিকৃত হবেই। কিন্তু জ্ঞানী, গুণবান ও প্রতিভাবান ব্যক্তি সর্বত্র স্মরণীয় ও বরণীয় হয়ে থাকেন। জ্ঞানী ও গুণীজনদের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের থাকে আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা। এসব মহৎ ব্যক্তি মানুষের কাছে সমাদর প্রত্যাশা না করলেও মানুষের মন্দিরে তাঁরা চিরকাল পরম সমাদরের পাত্র হিসেবে বিরাজ করেন। তাঁদের নাম চির অমর ও অক্ষয় হয়ে স্বর্ণাক্ষরে লিখিত হয়। পক্ষান্তরে বিত্ত ও সম্পদশালীর মর্যাদা ক্ষণস্থায়ী। মৃত্যুর সাথে সাথেই তাদের নামও ধরাধাম থেকে বিলুপ্ত হয়ে যায়। এরা মানুষের ওপর বাহ্যিক প্রভাব বিস্তার করলেও মানুষের মনের রাজ্যে প্রবেশ করতে পারে না। তাই তারা ধনের বা অর্থ-সম্পদের মানুষ হলেও মানুষের মনের মানুষ হতে পারে না। কেননা, তারা ধনে ধনী-বিত্তবান ও সম্পদশালী, কিন্তু মানবিক গুণাবলির মাপকাঠিতে তারা নিন্দিত, ধিকৃত ও দরিদ্র। তাই আমাদের বিত্তের চাইতে চিত্তগত উৎকর্ষ অর্জনেই অধিক যত্নবান হতে হবে।

মন্তব্য:

হৃদয়হীন ধনী ব্যক্তির সামাজিক প্রতিপত্তি থাকলেও মানবিক কোনো শ্রদ্ধা তার প্রাপ্য নয় । ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়। অথবা, বিষ হতে চিত্ত বড় ভাবস্প্রসারণ

বিঃদ্রঃ বাংলাদেশর সকল শিক্ষা বিষয়ের খবর তথ্য জানতে চোখ রাখুন কৌণিক বার্তা ফেসবুক পেজেঃ-


ভাবসস্প্রসারণের সম্পূর্ণ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url