জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ সারাংশ - কৌণিক বার্তা

সারাংশ

জীবনের প্রধান লক্ষণ হাসি ও আনন্দ, আনন্দহীন জীবন বিশুষ্ক মরুভূমির তুল্য সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC


জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ। যার প্রত্যেক কাজে আনন্দ স্ফূর্তি তার চেয়ে সুখী আর কেউ নয়। জীবনে প্রধান লক্ষণ হচ্ছে আমাদের হাসি , আনন্দ থাকতে হবে, জীবনে যে পুরোপুরি। ইনল ভোগ করতে জানে আমি তাকে বরণ করি। মূল দৈনন্দিন কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শোভন করেছে এবং পারিপার্শ্বিক দশজনের জীবনকে উপভোগ্য করে তুলেছে। এই যে এমন একটা জীবনের সম্মান যার ফলে সংসারকে মরুভূমি বোধ না হয়ে ফুল বাগান বলে মনে হয়, সে সন্ধান সকলেরই মেলে না। যার মেলে সে পরম ভাগ্যবান। এরূপ লোকের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে কলুষ বর্বরতা আপনি দূরে পালায়। সেখানে প্রেম, পবিত্রতা সর্বদা বিরাজ করে।


সারাংশ : জীবনে আমাদের আনন্দের প্রয়োজন আছে। জীবনকে আনন্দের অনুষঙ্গ করে তুলতে হবে। যাপিত জীবনের নীরব গতির মধ্যে আনতে হবে স্ফূর্তি। হাসি ও আনন্দের পবিত্র পরশে জীবন থেকে কলুষতা দূর করতে হবে। আনন্দহীন জীবন বিশুষ্ক মরুভূমির তুল্য।

সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url