আগামী ঈদ কি একই দিন হবে সৌদি ও বাংলাদেশে
ঈদের চাঁদ দেখা |
আগামীতে আসিতেছে পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা হলে নির্ভর করছে চাঁদ দেখার ওপর। তবে এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন হতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ইতোমধ্যে ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাবে আগামী ২৯তম রোজার দিন অর্থাৎ আগামী শুক্রবার (২১ এপ্রিল)। সেই হিসাবে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা আছে।
অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) গত সোমবার (১৭ এপ্রিল) জানায়, ‘বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে শাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।’ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ আগামী শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাস গণনা শুরু করবে। এর মানে বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে, আইএসির পক্ষ থেকে।
ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।
শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া।সকলে ধারণা করছে আগামী ঈদ একই দিনে হওয়ার।
সূত্রঃ সময় টিভি
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।