কোরিয়ান ভাষায় গণনার একক এবং সংখ্যা গণনা (Korean language Number)
পিওর কোরিয়ান ও সিনো কোরিয়ান গণনার একক কোরিয়ান ভাষায় গণনার একক অনেক গুরুত্তপূর্ণ একটা বিষয়, এটা আপনার দৈনন্দিন জিবনে ব্যাবহার করতে হবে তাই এটা খুব ভালো ভাবে আয়ত্ত করতে হবে। এখান থেকে ইপিএস টপিক পরিক্ষায় ১ বা ২ টা প্রশ্ন আসে। চলুন তাহলে জেনে নেয়া যাক।
কোরিয়ান ভাষায় কি ভাবে একক গণনা করার হয় সেই সম্পর্কে দেখবো। যে কোন জিনিসের একক গণনা করার নিয়ম। কোরিয়ান ভাষায় মেশিনের একক, বই এর একক, গাছের একক, পোশাক একক, বয়স এর একক, সময় এর একক ইত্যাদি কোরিয়ান ভাষায় একক। কোরিয়ান ভাষার সহজ (সংখ্যা গণনা এবং গণনার একক)
কোরিয়ান ভাষায় গণনার একক
কোরিয়ান ভাষায় গণনার জন্য দুই ধরণের পদ্ধতি রয়েছে।
সিনো/সাইনো কোরিয়ান সংখ্যা গণনা
আমরা যখন কোরিয়ান ভাষার ইতিহাস পড়েছিলাম তখনতো নিশ্চয়ই জেনেছি যে, এই ভাষার উৎপত্তির আগে কোরিয়ানরা চীনা ভাষা (হানজা/হানচা) ব্যবহার করত। কোরিয়ান ভাষার অনেক কিছুতেই এখনো ‘হানজা/হানচা’ ব্যবহার হয়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, সিনো/সাইনো কোরিয়ান সংখ্যা। এটা চীনা ভাষা থেকে এসেছে।
যেমনঃ- 일/ইল্ (এক), 이/ই (দুই), 삼/ সাম্ (তিন),사/ সা (চার), 오/ও (পাঁচ), 육/ইউক (ছয়), 칠/ছিল (সাত), 팔/ফাল (আট), 구/খু (নয়), 십/সিপ (দশ)
কোরিয়ার সিনো / সাইনো সংখ্যা গণনা করার হয় যে সকল ক্ষেত্রে তা নিচে দেওয়া হলো।
যেমনঃ দিন, তারিখ, বছর, টাকা, সময়ের ক্ষেত্রে মিনিট এবং সেকেন্ড এগুলো সিনো/সাইনো কোরিয়ান সংখ্যা দিয়ে গণনা করা হয়।
পিওর কোরিয়ান সংখ্যা গণনা
পিওর কোরিয়ান সংখ্যা হচ্ছে কোরিয়ার ভাষার নিজস্ব সংখ্যা। পিওর কোরিয়ান দিয়ে কোরিয়ান ভাষায় অনেক কিছু গণনা করা হয়ে থাকে। কোরিয়ান ভাষাই এর মূল ভিত্তি। এর নামগুলো সিনো কোরিয়ান থেকে একেবারেই আলাদা।
যেমনঃ 하나/হানা (১), 둘/দুল্ (২), 셋/সেত্ (৩), 넷/নেত্ (৪), 다섯/দাছত্ (৫), 여섯/ইঅছত্ (৬), 이곱/ ইলগোব্ (৭), 여덟/ইঅদল্ (৮), 아홉/আহোব্ (৯), 열/ইঅল্ (১০)।
একক গণনা, বয়স, সময়ের ক্ষেত্রে ঘন্টা, ১/২/৩ মাস এভাবে বোঝাতে পিওর কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়।
কোরিয়ান ভাষা শিখতে গেলে দুটো বিষয় নিয়ে সব থেকে বেশি সময় দিতে হয় ছাত্র এবং শিক্ষক উভয়কেই। তার একটি হচ্ছে সংখ্যা (যেহেতু দু ধরণের সংখ্যা আছে) আর অন্যটি হচ্ছে গণনার একক। সংখ্যার নমুনা তো উপরে দেখলেনই।
আর গণনার একক হচ্ছে, আমরা বাংলায় যেমন ব্যবহার করি, টা, টি, খানা, খানি। আমরা শুধু মাত্র মানুষের ক্ষেত্রে ‘জন’ ব্যবহার করি। এছাড়া গরুছাগল, বই পত্র, কীট পতংগ, আপেল কমলা, আসবাবপত্রসহ বাদবাকি সবকিছুর ক্ষেত্রে টা/টি/খানা/খানি বসাই। আরো সহজ করে বললে, বেশিরভাগ ক্ষেত্রেই ‘টা’ বসাই। কিন্তু কোরিয়ান ভাষায় এই সমস্ত কিছুতে আলাদা আলাদা একক বসে।
যেমন, জীব জন্তুর বেলায় 마리 (মারি), পানি/জুসের বোতলের সাথে 병(বিয়ং) আবার মানুষের বেলায় 명(মিয়ং) বসে। এক্ষেত্রে আসলে ঝাড়া মুখস্তবিদ্যার কোন বিকল্প নেই । দেখবেন এক সময় আপনি অনেককিছু শিখে ফেলেছেন।
কোরিয়ার একক
갑 > সিগারেট ম্যাচ ছোট বাক্স ইত্যাদির একক
권 > বই ম্যাগাজিন মলাটবদ্ব ইত্যাদির একক
그 릇 > বল বাটি ইত্যাদি গণনার একক
그 르 > গাছ গণনার একক
마 리 > মাছ জন্তু ইত্যাদি গণনার একক
벌 > পোশাক সুট ইত্যাদি গণনার একক
분 > বায়োজষ্ট্যদের গণনার একক
살 > বয়স গণনার একক
상자 > বাক্স কাটুন গণনার একক
시 > সময় গননার একক
자 루 > কলম পেন্সিল গণনার একক
잔 > গ্লাস কাপ ইত্যাদি গণনার একক
채 > ঘড় বাড়ি ইত্যাদি গননার একক
개 > সাধারন বস্তুগত দ্রব্য টি টা খানা খানি গননার একক
대 > মেশিন গাড়ি গননার একক
번 > বার সময় গননার একক
병 > বোতল গননার একক
사 람 \명 > মানুষ গননার একক
송 이 > ফুল কান্ড গননার একক
시간 > সময় ঘন্টা গননার একক
장 > কাগজ বা এ জাতিয় পাতলা বস্তু গননার একক
켤 레 > জোড়া গননার একক
포기 > সবজি গননার একক
সিনো কোরিয়ান গণনার একক
개 월 > মাস গণনার একক নির্দিষ্টকরে বুঝালে
동 > বহুতল ভবন গণনার একক
번 > ক্রমিক সংখ্যা গণনার একক
원 > কোরিয়ান মূদ্রা গণনার একক
인분 > জনপ্রতি (খাবার) গণনার একক
주 > সপ্তাহ গণনার একক
년 > বছর গণনার একক
분 > মিনিট গণনার একক
초 > সেকেন্ড গণনার একক
월 > মাস গণনার একক
일 > দিন / তারিখ গণনার একক
총 > বহুতল ভবনের তলা গণনার একক
호 > রুম বা ফ্লাট গণনার একক
Tags:
কোরিয়ান ভাষা একক, কোরিয়ান ভাষায় গণনার একক, কোরিয়ান মেশিন এর একক, কোরিয়ান মানুষ এর একক, কোরিয়ান সময়, বোতল, গ্লাস, কাপ, কলম পেন্সিল, পোশাক এর একক
Korean language, কোরিয়ান ভাষায় পিওর ও সিনো সংখ্যা গণনা একক
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।