কোরিয়ান সপ্তাহের নাম বাংলা অর্থ ও উচ্চারণসহ (Korean Week)
বাংলায় যেমন সপ্তাহের নাম আছে ঠিক তেমনি কোরিয়ান ভাষায় সপ্তাহের নাম আছে। আজ আমরা কোরিযান ভাষায় সপ্তাহের নাম শিখবো। আমরা জানি ৭ দিনে ১ সপ্তাহ হয়ে ঠিক তেমনি কোরিয়ান দেশেও ৭ দিনে ১ সপ্তাহ হয়।
কোরিয়ান সপ্তাহের নাম
কোরিয়ান ভাষায় কি ভাবে সপ্তাহের নাম বলে সেই বিষয় আজ জানবো। আমরা সপ্তাহের নাম কোরিয়ান বানান, বাংলা উচ্চারণ ও অর্থ সহ সপ্তাহের নাম শিখবো।
কোরিয়ান সপ্তাহের নাম |
কোরিয়ান বার এর নাম
কোরিয়ান ভাষায় সপ্তাহের নাম বাংলা ও উচ্চারণসহ শিখবো। কোরিয়ানে সপ্তাহকে 주 (ছু) বলে এবং দিনকে 일 (ইল) বলে আর কোরিয়ান বার কে 요일 (ইওইল) বলে। কোরিয়ানে ৭ দিনের নাম বাংলা ও উচ্চারণসহ নিচে সপ্তাহের নাম দেওয়া আছে।
কোরিয়ান সপ্তাহের নাম অর্থ ও উচ্চারণসহ
কোরিয়ান ☞ উচ্চারণ ☞ অর্থ
일요일 ☞ ইরুইল ☞ রবিবার।
월요일 ☞ উঅরিওইল ☞ সোমবার।
화요일 ☞ হোয়াইওইল ☞ মঙ্গলবার।
수요일 ☞ সুইওইল ☞ বুধবার।
목요일 ☞ মুগিওইল ☞ বৃহস্পতিবার।
금요일 ☞ খুমিওইল ☞ শুক্রবার।
토요일 ☞ থোইওইল ☞ শনিবার।
আশা করি আপনি কোরিয়ান ভাষায় সপ্তাহের নাম শিখতে পেরেছে। কোরিয়ান ভাষায় খুটিনাটি সকল বিষয় জানতে আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুণ।
Tags:
কোরিয়ান সপ্তাহের নাম, কোরিয়ান বার এর নাম, কোরিয়ান ৭ দিনের নাম, কোরিয়ান দিনের নাম বাংলা ও উচ্চারণসহ, কোরিয়ান সপ্তাহের নাম বাংলা ও উচ্চারণ সহ, Korean week Names, korean bar name, korean Saptahik name
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।