অনুচ্ছেদ : অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস শিল্প | বাংলাদেশ পোশাক শিল্প

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF
অনুচ্ছেদ : অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস শিল্প | বাংলাদেশ পোশাক শিল্প garment factory
বাংলাদেশ পোশাক শিল্প

অনুচ্ছেদ : অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস শিল্প | বাংলাদেশ পোশাক শিল্প

শ্রেণিঃ Class 5 6 7 8 9 10 SSC HSC JSC | এসএসসি এইচএসসি পরীক্ষার

৮০ এর দশকে বাংলাদেশ পোশাক শিল্প যাত্রা শুরু করে। বাংলাদেশের তৈরি পোশাক বিভিন্ন দেশে প্রদান করা হয়। ১৯৭৮ সালে ১৩০ জন প্রশিক্ষণার্থীকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে পোশাক তৈরি করা শিখেনোর জন্য নূরুল কাদেন খান উদ্যােগ নিয়েছিল। বাংলাদেশে রপ্তানি জন্য পোশাক তৈরি কারখানা স্থাপন করে তার নাম ছিলো “দেশ গার্মেন্টস”। বিগত বছরগুলোতে এ সেক্টরটি অনেক সমস্যার সম্মুখীন হলেও এখন বিশ্ববাজারে একটি কুলুঙ্গি তৈরি করেছে। পশ্চিমা দেশগুলোতে পোশাক শিল্প বিকাশ ঘটে প্রয়া ১৯৫০ সালের দিকে। ১৯৭৪ সালে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশগুলিতে আরএমজি পন্যের রপ্তানি নিয়ন্ত্রণ করতে মাল্টি ফাইবার এগ্রিমেন্ট (এমএফএ) নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে রপ্তানি ৬% হারে প্রতি বছর বৃদ্ধি পাবে তা বলা হয়। ১৯৮০’র দশকের গোড়ার দিকে বাংলাদেশের তৈরি পোশাক নিয়মিতভাবে ইউরোপ ও আমেরিকাতে রপ্তানি হতে শুরু করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ৬০ দশকে। তবে ৭০ দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে বাংলাদেশ শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত এবং বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে পিছনে গার্মেন্টস শিল্প বড় ধরণের হাত আছে। ২০২১-২২ অর্থবছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ ৪২.৬১৩ বিলিয়ন ডলার যা বাংলাদেশের মোট রপ্তানির ৮১.৮১ ভাগ। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ২য় এবং শীর্ষ স্থানে রয়েছে চীন। বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস তৈরির অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে স্বনির্ভরতা, ব্যক্তির অর্থনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি। গার্মেন্ট মেকিং ডিজাইন সহকারী, ফ্যাশন ডিজাইনার, টেক্সটাইল ডিজাইনার ইত্যাদিতে কিছু ক্যারিয়ারের সুযোগ। গার্মেন্টস তৈরিতে তথ্য পাওয়ার উপায়গুলোর মধ্যে রয়েছে টেলিভিশন, ফ্যাশন ম্যাগাজিন, রেডিও, সংবাদপত্র ইত্যাদি।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF