আকাশ সংস্কৃতি অনুচ্ছেদ

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF
আকাশ সংস্কৃতি অনুচ্ছেদ
আকাশ সংস্কৃতি অনুচ্ছেদ

বিষয়ঃ আকাশ সংস্কৃতি অনুচ্ছেদ

শ্রেণিঃ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ এসএসসি এইচএসসি পরীক্ষার | class 4 5 6 7 8 9 10 SSC HSC 

সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনে যাপনের নিয়মনীতি হল সংস্কৃতি। আকাশ সংস্কৃতি হল ডিজিটাল ডিভাইস, টিভি চ্যানেল, ইন্টারনেট, স্যাটেলাইট এবং ডিশ এন্টেনা এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের যে সকল সংস্কৃতি আদান-প্রদান করা হয় তাই আকাশ সৃংস্কৃতি। আকাশ সংস্কৃতি স্যাটেলাইট ও ইন্টারনেট এর মাধ্যমে আমাদের তরুণ - তরুণী ও যুব সমাজের মাঝে বিদেশি সংস্কৃতির অপর বেশি গুরত্বপূর্ণ দিচ্ছে। দেশী সংস্কৃতি প্রতি তাদের অনীহা বাড়ছে এবং বিদেশি সংস্কৃতির ওপর অন্ধ অনুকরণের চেষ্টা সর্বনাশা প্রবণতা বেশি দেখা দিচ্ছে। আকাশ সংস্কৃতির জন্য আমাদের দেশীয় সংস্কৃতি হুমকির সম্মুখীন হচ্ছে। তাই আমাদের উচিত বিদেশি সংস্কৃতির থেকে দূরে সরে যাওয়া।

সংস্কৃতি হয়ে কোন জাতির ও রাষ্ট্রের দর্পনস্বরূপ। যা একটি জাতিকে বা রাষ্ট্রকে ভিন্ন ভাবে প্রকাশ করে। প্রতেক জাতির ও রাষ্ট্রের আলাদা আলাদা সংস্কৃতি আছে। সংস্কৃতি জাতির ও রাষ্ট্রের গৌরব বিশ্বের কাছে তোলে ধররতে পারে। সাংস্কৃতিক যোগাযোগ ও আকাশ সংস্কৃতির ব্যাপকতায় পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির আদান-প্রদানও অনেক বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নের যুগে এসে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের সুবাদে আকাশ সংস্কৃতি নামে অনুন্নত দেশের সংস্কৃতিকে গ্রাস করছে উন্নত দেশগুলোর সংস্কৃতি। আকাশ সংস্কৃতির যুগে টিভি চ্যানেলে বিদেশি বেশ কিছু অনষ্ঠান প্রচারিত হয়, যা দেশের যুব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই কাজে বেশ কিছু টিভি চ্যানেল যেমন ভারতীয় ও ইউরোপীয় আমাদেন সংস্কৃতির পরিপন্থী অনেক বিষয় দেখানো হয়। ভারতীয় বেশ কিছু টিভি চ্যানেলগুলোতে সিরিয়াল দেখিয়ে শেখানো হচ্ছে সাংসারিক অশান্তি যে সিরিয়াল দেখানো হয়, কূটচাল, হিংসা, লোভ-লালসা, বউ-শাশুড়ির পারিবারিক সংঘাতপূর্ণ দেশের অধিকাংশ নারীই অত্যন্ত আগ্রহের সঙ্গে উপভোগ করে থাকেন। এর ফলে বর্তমানে আমাদের দেশে পরিবারগুলোর ভেতর পারিবারিক সংঘাত অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পারিবারিক পরিবেশ প্রদানের লক্ষ্যে অচিরেই ভিনদেশি এসব ক্ষতিকর চ্যানেল বন্ধের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। ইতিবাচক সংস্কৃতির পরিপন্থী সব টিভি চ্যানেল বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পারিবারিক পরিবেশে বড় হওয়ার সুযোগ করে দেওয়া আমাদের উচিত। 




এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF