বিকাশ নিয়ে এলো গ্রুপ সেন্ড মানি চালু করার নিয়ম
বিকাশ দিয়ে সব বন্ধুদের টাকা পাঠান একসাথে, গ্রুপ সেন্ড মানি বিকাশ অ্যাপের মাধ্যমে সকল প্রিয় মানুষের একসাথে টাকা পাঠান খুব সহজে।
বিকাশ নিয়ে এলো গ্রুপ সেন্ড মানি অপশন এর মাধ্যমে একসাথে প্রিয় মানুষ ও বন্ধুদের ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা পাঠানো যাবে খুব সহজে। এখন বিকাশে সবাইকে একসাথে টাকা পাঠাতে আর নেই কোনো টেনশন! বিকাশ অ্যাপে এসে গেলো গ্রুপ সেন্ড মানি অপশন! গ্রুপ সেন্ড মানি’র মাধ্যমে আপনি একসাথে একটি গ্রুপের গ্রাহককে তাদের বিকাশ একাউন্টে ভিন্ন ভিন্ন বা একই পরিমাণ টাকা পাঠাতে পারবেন, একসাথে, অনায়াসে।
বিকাশ গ্রুপ সেন্ড মানি হচ্ছে একসাথে বিকাশ একাউন্ট ধারি একটি গ্রুপের গ্রাহককে ভিন্ন ভিন্ন বা একই পরিমাণ টাকা পাঠাতে পারবেন সহজে। এতে করে আপনার সময় বেঁচে যাবে।
বিকাশ নিয়ে এলো গ্রুপ সেন্ড মানি চালু করার নিয়ম |
বিকাশ গ্রুপ সেন্ড মানি করার নিয়ম
গ্রুপ সেন্ড মানি করার জন্য আপনাকে প্রথম, বিকাশ অ্যাপ ওপেন করে বিকাশ পিন দিয়ে লগইন করুণ এরপর সেন্ড মানি ট্যাপ করে গ্রুপ সেন্ড মানি ট্যাপ করে আপনার প্রয়োজনী ব্যাক্তির নাম্বার যুক্ত করুণ এবং গ্রুপ নাম লিখুন তার টাকার পরিমাণ লিখে বিকাশ একাউন্ট পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন তাহলে গ্রুপ সেন্ড মানি হয়ে যাব।
বিঃদ্রঃ বিকাশ অ্যাপ ওপেন > বিকাশ পিন > সেন্ড মানি ট্যাপ > গ্রুপ সেন্ড মানি ট্যাপ > গ্রুপে নাম্বার যুক্ত > গ্রুপের নাম লিখুন > টাকার পরিমাণ লিখুন > বিকাশ পিন দিন > ট্যাপ করে ধরুণ > কর্নফম হয়ে যাবে।
কীভাবে গ্রুপ সেন্ড মানি করবেন?
- গ্রুপ তৈরি করতে বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনের ভেতরে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করুন
- সর্বোচ্চ ৭টি কন্ট্যাক্টস সিলেক্ট করে গ্রুপের নাম দিন
- মোট সেন্ড মানির পরিমাণ দিন, যেখানে আপনি চাইলে প্রতি নাম্বারে সমানভাগে অথবা একেক নাম্বারে একেক পরিমাণ টাকা পাঠাতে পারবেন
- গ্রুপের বিস্তারিত দেখে ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যাবে গ্রুপ সেন্ড মানি
- এছাড়া সেন্ড মানি বাটনে ট্যাপ করে সেভ করা গ্রুপগুলোতে গ্রুপ সেন্ড মানি লেনদেন করতে পারেন সহজে
বিকাশ গ্রুপ সেন্ড মানি নিয়ম
এখন বিকাশ অ্যাপ এর মাধ্যমে খুব সহজে সকল বিকাশ নাম্বারে একসাথে ভিন্ন ভিন্ন ও একই পরিমাণ টাকা পাঠাতে পারবেন খুব সহজে। চলুন দেখে নিওয়া যাক কিভাবে বিকাশ গ্রুপ সেন্ড মানি করতে হয়।
বিকাশ গ্রুপ সেন্ড মানি করার নিয়ম | BKash Group Send Money Rules |
ধাপ ১ঃ গ্রুপ তৈরি করতে বিকাশ অ্যাপ ওপনে করে লগইন করুণ।
ধাপ ২ঃ বিকাশ সেন্ড মানি অপশন ট্যাপ করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করুণ।
ধাপ ৩ঃ এখন বিকাশ নাম্বার যুক্ত করুণ এবং গ্রুপের নাম লিখুন
ধাপ ৪ঃ এখন টাকার পরিমাণ লিখুন।
ধাপ ৫ঃ বিকাশ একাউন্ট পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন তাহলে কর্নফম হয়ে যাবে।
বিকাশ গ্রুপ সেন্ড মানি ডিলিট করা নিয়ম
আপনি যদি বিকাশ গ্রুপ সেন্ড মানির গ্রুপ ডিলিট বা মুছে ফেলতে চান তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুণ।
১। আপনার বিকাশ অ্যাপ ওপেন করুণ।
২। বিকাশ পিন দিয়ে লগইন করুণ।
৩। এখন সেন্ড মানি ট্যাপ করুণ।
৪। এরপর গ্রুপ সেন্ড মানি ট্যাপ করুণ।
৫। এখানে আপনার গ্রুপ এর তালিকা দেখতে পাবেন।
৬। যে গ্রুপ ডিলিট করবেন সেটা সিলেক্ট করে ডিলিটে ট্যাপ করুণ
৭। বিকাশ পিন দিয়ে কর্নফম করুণ।
বিঃদ্রঃ আপনি চাইলে গ্রুপ থাকা নাম্বার একটা একটা করে ডিলিট করতে পারবেন এবং যুক্ত করতে পারবেন।
বিকাশ গ্রুপ সেন্ড মানি’র নিয়মাবলি
- একটি গ্রুপে সর্বোচ্চ ৭ জন সদস্য থাকতে পারবে
- একটি গ্রুপের জন্য ন্যূনতম ২ জন সদস্যের প্রয়োজন
- গ্রুপে নিজের নাম্বার ব্যবহার করা যাবেনা
- গ্রুপ সদস্যদের মাঝে আপনি চাইলে একই অ্যামাউন্ট অথবা ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট সেন্ড করতে পারবেন
- একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করতে পারবেন
- গ্রুপ সেন্ড মানি লেনদেনের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়
- গ্রুপ সেন্ড মানি লেনদেনের জন্য সেন্ড মানি’র নিয়মিত চার্জ প্রযোজ্য (প্রিয় নাম্বার এবং অন্য নাম্বার উভয়)
- গ্রুপ সেন্ড মানি লেনদেনের জন্য সেন্ড মানি’র দৈনিক ও মাসিক লিমিট প্রযোজ্য
- গ্রুপ সেন্ড মানি শুধুমাত্র বিকাশ অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।