মোবাইল ফোনের নিবন্ধন চেক, যাচাই করে নিন মোবাইল নিবন্ধন আছে কিনা
দেশে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। গত ১৬ জানুয়ারি এক সভায় বলে দেশে অপরাধ নিয়ন্ত্রণ করার জণয নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। সকল মোবাইল ফোন বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশন ব্যবস্থা করবেন। দেশে থাকা সকল মোবাইল ফোন বিটিআরসি মাধ্যমে রেজিষ্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে।
আপনার মোবাইল ফোনটি বা হ্যান্ডসেটটি সচল রাখতে সেটি নিবন্ধিত কিনা তা জানা জরুরি । খুব সহজেই জেনে নিতে পারেন আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত কিনা। আপনার মোবাইল ফোনটি নিবন্ধন না থাকলে আপনার ফোন বন্ধ করে দিতে পারে। চলুন জেনে নেয়া যাক হ্যান্ডসেটের নিবন্ধন চেক করার পদ্ধতি:
মোবাইল ফোনের নিবন্ধন চেক, যাচাই করে নিন মোবাইল নিবন্ধন আছে কিনা |
মোবাইল ফোন নিবন্ধন চেক করার পদ্ধতি
ধাপ ১ঃ যে ফোনটি নিবন্ধন চেক করবেন সেই মোবাইলে যেকোনো সিম চালু করে ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<স্পেস>মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখতে হবে।
এরপর সেটা ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
মোবাইল ফোনের আইএমইআই IMEI নম্বার চেক
মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানা না থাকলে মোবাইল ফোনের ডায়াল কল অ্যাপের অপশনে গিয়ে *#০৬# চাপলে আইএমইআই নম্বর পাওয়া যাবে। তছাড়া আপনার মোবাইলের বক্সে কিংবা মোবাইলের পেছনে একটি স্টিকারেও IMEI নম্বর লেখা থাকে।
BTRC মোবাইল নিবন্ধন চেক করার নিয়ম |
মোবাইল নিবন্ধন চেক করার নিয়ম
আসুন, সর্বশেষ জেনে নেই, আপনি আপনার ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট এর বর্তমান অবস্থা কিভাবে যাচাই করবেন? আমার ব্যবহারকৃত মোবাইল হ্যান্ডসেট কি বৈধ না অবৈধ যাচাই করবেন যেভাবে তা নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুণ
ধাপ ১ - প্রথমত, আপনি যে ফোনটি যাচাই করতে চান সে মোবাইল হ্যান্ডসেটটির ডায়াল অপশনে গিয়ে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ ২ - এরপর স্ক্রিনে প্রদর্শিত অপশন হতে Status Check অপশন সিলেক্ট করুন।
ধাপ ৩ - এখন দেখতে পাবেন একটি অটোমেটিক বক্স, সেখানে মোবাইল হ্যান্ডসেটটির ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরণ করুন।
ধাপ ৪ - হ্যাঁ অথবা না অপশন সম্বলিত একটি অটোমেটিক বক্স পাবেস। সেখানে নিশ্চিত করার জন্য হ্যাঁ Select করুন।
ধাপ ৫ - স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষনিক ফিরতি একটি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটটির বৈধতা হালনাগাদ জানিয়ে দেওয়া হবে।
neir.btrc.gov.bd ওয়েব লিংকে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল এবং মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও এই সেবা পাবেন গ্রাহকরা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।