মোবাইলে গুগল ড্রাইভে ডার্ক মোড চালু করার পদ্ধতি
মোবাইলে গুগল ড্রাইভে ডার্ক মোড চালু |
বিশ্বাস সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এর পাশাপাশি গুগল চালু করেছিলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইল। গুগলের বেশ কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যাপ চালু করেছে। গুগলের অধিকাংশ অ্যাপে ডার্ক মোড থাকলেও ওয়েব সংস্করণের অ্যাপ গুগল ড্রাইভে ছিলো না।
গুগল সম্প্রতি আরও বেশি কয়েকটিতে থিম ডার্ক মোড যুক্ত হয়েছে। এর মাধ্যমে গুগল ড্রাইভে থিম ডার্ক মোড সুবিধা চালু করেছে। এখন স্মার্টফোন ও ডেস্কটপ উভয়ের গুগল ড্রাইভে ডার্ক মোড চালু করার সুবিধা পাওয়া যাবে। ওয়েব সংস্করণে ডার্ক মোড চালু করবেন যেভাবে দেখুন
ডেস্কটপে গুগল ড্রাইভে ডার্ক মোড চালু করার পদ্ধতি
ধাপ ১ঃ প্রথমে, কম্পিউটার বা ল্যাপটপে যেকোন ব্রাউজা ওপনে করে গুগল ড্রাইভের লিংক ওপেন করুণ।
ধাপ ২ঃ ডেস্কটপে স্ক্রিনের ওপরে ডান কোনায় সেটিংসে চিহ্ন দেখতে পাবেন যেখানে যেতে হবে।
ধাপ ৩ঃ ড্রপ ডাউন মেন্যু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিতে হবে।
ধাপ ৪ঃ নিচের দিকে স্ক্রল করলে ‘অ্যাপিয়ারেন্স’ অপশন দেখতে পাবেন সেখানে যান।
ধাপ ৫ঃ এরপর ‘ডার্ক’ অপশনটি সিলেক্ট করুন।
অ্যান্ড্রয়েড ও আইওএসে ডার্ক মোড চালু করবেন যেভাবে নিচের ধাপ গুলো অনুসরণ করুণ।
স্মার্টফোনে গুগল ড্রাইভ ডার্ক মোড চালু করার নিয়ম
- ধাপ ১ঃ মোবাইল ফোনে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করুন।
- ধাপ ২ঃ মোবাইলের স্ক্রিনের ওপর দিকে বাম কোণার মেন্যুতে যেতে হবে।
- ধাপ ৩ঃ এরপরে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
- ধাপ ৪ঃ সেখান থেকে ‘থিম’ বা ‘চুজ থিম’ অপশনে ট্যাপ করলে পপ-আপ আসবে ।
- ধাপ ৫ঃ এবার ‘ডার্ক’ অপশন বেছে নিন।
আইওএসে ডার্ক মোড চালু করবেন যেভাবে
- ধাপ ১ঃ মোবাইল ফোনে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করুন।
- ধাপ ২ঃ মোবাইলের স্ক্রিনের ওপর দিকে বাম কোণার মেন্যুতে যেতে হবে।
- ধাপ ৩ঃ এরপরে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
- ধাপ ৪ঃ সেখান থেকে ‘থিম’ বা ‘চুজ থিম’ অপশনে ট্যাপ করলে পপ-আপ আসবে ।
- ধাপ ৫ঃ এবার ‘ডার্ক’ অপশন বেছে নিন।
গুগল ড্রাইভে ডার্ক মোড চালু না হলে যা করবেন
গুগল গত এপ্রিলে ড্রাইভ ওয়েব সংস্করণে ডার্ক মোডের অপশন চালু করে গুগল। প্রাথমিকভাবে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু ছিল না। তাই ডেস্কটপে ডার্ক মোড চালু করার অপশনটি খুঁজে না পেলে ব্রাউজারে ডার্ক মোডের এক্সটেনশন ইনস্টল করতে পারেন। আর অ্যান্ড্রয়েড ও আইওএসে ডার্ক মোড অনেকদিন ধরেই চালু রয়েছে। তবুও ডার্ক মোড খুঁজে না পেলে গুগল ড্রাইভ অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করলে সমাধান হতে পারে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।