শীতকালে ওজন কমানোর কার্যকরী সমাধান

বিজ্ঞাপন  Best Web Hosting BD Domain fast web hosting site buy domain and hosting

এই শীতে এমনিতেই যখন সব থমকে থেকে সেসময় শীরীরিক কসরত করারও সুযোগ কম থাকে। শরীরের মেদ বেড়ে যাওয় অনেকেই সমস্যায় পড়তে হয়। এতে করে সবাই চাই নিজের শরীরের ওজন কমাতে।

শীতকালে ওজন কমানোর কার্যকরী সমাধান
শীতকালে ওজন কমানোর কার্যকরী সমাধান

টাটকা সব খাবার সমানে দেখে আর শান্তির ঘুম ছাড়তে না পারায় শরীরে অনেকাংশে বেড়ে যায়। ফলে বৃদ্ধি পায় শরীরের ওজনও। তবে শীতে চারটি বিষয় মেনে চললে ওজন বাড়ার বিড়ম্বনায় পড়বেন না কেউই। বরং কমবে।

জেনে নেওয়া যাক, যে চার উপায়ে এই শীতে বাড়বে না ওজন—

শরীর চর্চা

নিজের অলসতাকে আরেকটু ছুটি দিয়ে খোলা পরিবেশে শরীর চর্চার কোনো বিকল্প নেই। আবহাওয়া একটু সহনীয় হয়ে এলে ঘরের বাইরের শারীরিক অনুশীলনগুলো শুরু করা উচিত। এতে করে অভ্যাস বজায় থাকবে এবং দেহের পেশীগুলো সচল থাকবে।

কর্মচঞ্চল থাকা

শীতে ঘরের ভেতরে থাকার মুহুর্তগুলো দেহের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া অব্যাহত রাখার দিকে মনযোগ দিতে হবে। ওয়ার্কআউট ভিডিওগুলোর মাধ্যমে হোম জিম সেট-আপ করা যায়। আর তা যদি খুব একটা সম্ভব না হয়, তাহলে যোগব্যায়ামের মতো ব্যায়ামগুলো যথেষ্ট উপযোগী।

পানিশূন্যতা এড়িয়ে চলা

শীতকালে সবচেয়ে বেশি সমস্যা পানি পানে। অল্প মাত্রায় পানিশূন্যতাও কখনও অতি মাত্রায় ক্ষুধার উদ্রেক ঘটাতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করায় যদি অনেক বেশি আলসেমি থাকে তবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য ভেষজ চা পান করতে পারেন। এক কাজে দুই সমাধান হবে— আরামদায়ক তাপমাত্রা সরবরাহও হবে, কেটে যাবে পানিশূন্যতাও।

প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার

শীতের সময় প্রোটিন ও ফাইবার পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলো সর্বোত্তম। প্রোটিন পেশী রক্ষণাবেক্ষণ, বিপাক এবং ক্ষুধা কমাতে সহায়তা করে। ফাইবার অল্প খাবারে পাকস্থলির পূর্ণতা বৃদ্ধি ও হজমে সহায়তা করে। ফলে ঘন ঘন খাওয়ার উন্মাদনা কমায়। পাশপাশি ওজন বাড়ার পরিবর্তে কমে।

সূত্র:-আরটিভি

বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF