কোরবানির পশু কেনার পরে যেভাবে যত্ন নিতে হবে

Advertisement

এই ঈদ উপলক্ষে আমরা অনেকে করতে গিয়ে আমার কোরবানির পশুর যত্ন নিতে ভুলে যাই। আমরা হাট থেকে কেনার পরপরই কোরবানির পশুর যত্ন নিশ্চিত করুন। কখনই কোরবানির জন্য আনা পশুর অযত্ন করা যাবে না। কেননা ইসলামি শরিয়তে কোরবানির পশুকে কোনো ধরনের কষ্ট না দেয়ার বিধান রয়েছে।

কোরবানির পশু কেনার পরে যেভাবে যত্ন নিতে হবে
ঈদুল আজহায় পশু

অনেকেই ভেবে উঠতে পারেন না, কোরবানির পশু কেনার পর তার কীভাবে যত্ন নেবেন। পশু বিশেষেজ্ঞরা বলছেন, সঠিকভাবে কোরবানির পশুর ( যেমন গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি পশু) যত্ন নিতে হলে তাদের খাদ্য, বিশ্রাম, পরিচ্ছন্নতা এবং মানসিক স্বস্তি নিশ্চিত করতে হবে।

কোরবানির পশুর যত্ন

পশুচিকিৎসকরা বলছেন, কোরবানির পশুকে যখন হাটে আনা হয় তখন পরিবেশ পরিবর্তন এবং দীর্ঘ পথ জার্নির কারণে গরুগুলো ক্লান্ত ও পরিশ্রান্ত থাকে। খাবারেরও ঘাটতি থাকে। তাই কেনার পর পশুকে বাড়িতে আনার সাথে সাথেই শুরু করতে হবে তার পরিচর্যা।

আসুন এক নজরে জেনে নিই, কোরবানির পশুর যত্ন নেয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস-

  • প্রথমে খেয়াল করুন, কোরবানির জন্য কেনা পশুটির শরীরে ধুলা, ময়লা লেগে আছে কি না। থাকলে সেগুলো সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
  • এবার পশুকে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে নিন। গোসলের পর আবারও পরিষ্কার সুতি কাপড় দিয়ে পশুর শরীর মুছে নিন।
  • কোরবানির পশুর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন।
  • খাবার হিসেবে খেতে দিন খড়, কাঁচা ঘাস, ভুসি। এ ছাড়া ভাতের মাড়, বিভিন্ন ফলের খোসাও পশুকে খেতে দিতে পারেন। চাইলে পশুর হাট থেকেও কিনে নিতে পারেন পশুর প্রিয় খাবার।
  • খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিন।
  • তাপমাত্রা বেশি থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশাতে পারেন। তবে কোরবানির পশুকে কখনোই জোর করে খাবার খাওয়ানো ঠিক নয়।
  • স্বাভাবিক খোলামেলা পরিবেশে পশু রাখুন। পশুকে দিনে অন্তত ১৫ মিনিট হাঁটতে দিন। এতে শারীরিক ও মানসিকভাবে পশু স্বস্তিতে থাকে।

মনে রাখবেন, কোরবানির আগের রাতে কোরবানির পশুকে বেশি খাবার খাওয়ানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এ সময় কোরবানির পশুকে শুধু পানি খাওয়াতে পারেন।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url