সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত নির্ধারণ হতে পারে?

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত নির্ধারণ হতে পারে?
নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত নির্ধারণ হতে পারে?

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে কত হবে সেই বিষয় আজ আলোচনা করা হবে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে নবগঠিত পে স্কেলে নির্ধার সংস্থা কমিশন। ইতিমধ্যে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পে স্কেলে সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হতে পারে?

সম্প্রতি মতবিনিময়সভায় সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পে কমিশনে প্রস্তাব দেন সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা।আরও জানা গিয়েছে, নতুন পে স্কেলে অধিকাংশ সরকারি কর্মচারী সংগঠনই সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারনের প্রস্তাব দেওয়া হবে বলে জানা যাই।

অন্তত ৭০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সংগঠনগুলো। এবং শীর্ষ পর্যায় সরকারের থেকেও ৭০ থেকে ১০০ শতাংশ বেতন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। এর পাশাপাশি বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন বেশ কয়েকটি সংগঠন।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২টি করা হোক। সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২০ সালে হওয়ার কথা থাকলেও হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা ৩৩ হাজার টাকায় পৌঁছত।’

তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করেই আমরা ৩৫ হাজার টাকার প্রস্তাব দিয়েছি। বর্তমানে বেতন বৈষম্য রয়েছে ১:১০ অনুপাতে, যা কমিয়ে ১:৪ করার প্রস্তাব করা হয়েছে। এই বৈষম্য কমে আসুক। পে স্কেল সাধারণত ৫ বছর পর পর হওয়া উচিত, কিন্তু ২০২০ ও ২০২৫ দুটি সময়েই তা হয়নি। এতে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।’

আবদুল মালেক বলেন, প্রাইভেট খাতের বেতন বাড়ানোর কথা । বর্তমানে একজন মানুষ দিনে তিন বেলা যদি ডাল-ভাত-ভর্তা খান, তবুও খরচ হয় প্রায় ১৫০ টাকা যা আমাদের চলা প্রায় অসম্ভব হয়। এবং ছয় সদস্যের পরিবারের জন্য মাসে অন্তত ২৭ হাজার টাকা লাগে। এর সঙ্গে তো বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষাসহ সব খরচ যোগ করলে ৫০ হাজার টাকাতেও চলে না।’

পে কমিশনের সূত্র জানা যায়, আমরা নতুন বেতন কাঠামো নিয়ে অনলাইনে ২ হাজারের বেশি সংগঠন মতামত দিয়েছে। এবং আমরা যাচাই-বাছাই শেষে কমিশন প্রায় ২৫০ থেকে ৩০০ সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। মতবিনিময় শেষে সব প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করা হবে। সদস্যদের সম্মতিতে সেটি চূড়ান্ত করে সরকারকে জমা দেওয়া হবে।

কমিশনের সদস্যদের মতে, এই নতুন পে স্কেলের মাধ্যমে মুলত বেতন বৈষম্য হ্রাস করা। এ জন্য গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রেড সংখ্যা কমানো নিশ্চিত হলেও, ঠিক কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কী হবে তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে।

এর আগে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। সে সময় শিক্ষাসচিব রেহানা পারভীন জানান, খুব শিগগির জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে। শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্রঃ কাল কন্ঠ / দৈনিক শিক্ষা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF