হঠাৎ করে ফেসবুক আইডি বা পেজ বন্ধ হওয়ার কারণ
![]() |
| Facebook Privacy |
বর্তমান বিশ্বে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় এখন এটি অনলাইন ব্যবসা, কনটেন্ট ক্রিয়েশন অন্যতম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কিন্তু অনেক ব্যবহারকারীই হঠাৎ করে তাদের আইডি বা পেজ ডিজেবল বা বন্ধ হয়ে যাওয়ার সমস্যার মুখোমুখি হন, যার পেছনের কারণ অনেক সময় পরিষ্কার নয়। সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করা হবে এই পোস্টে।
ফেসবুক আইডি বা পেজ কেন বন্ধ হয়ে যায়
ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা কথা চিন্তা করে কিছু নীতিমালা তৈরি করেছে যার মাধ্যমে ফেসবুক পেজ বা আইডি ব্যবহার করতে হবে। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা (Meta) কঠোরভাবে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে। এই নীতিমালা মূলত ছয়টি বিষয়ের ওপর নির্ভর করে—
👉 সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ
👉 ব্যবহারকারীর নিরাপত্তা
👉 আপত্তিকর বা অশ্লীল কনটেন্ট
👉 তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা
👉 মেধাস্বত্ব বা কপিরাইট সুরক্ষা
👉 রিপোর্ট ও অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি
বিঃদ্রঃ যদি কোনো ব্যবহারকারী ঘৃণাত্মক বক্তব্য, সহিংসতা, পর্নোগ্রাফি, বিভ্রান্তিকর তথ্য বা কপিরাইট লঙ্ঘন করেন, তাহলে তার অ্যাকাউন্ট বা পেজ পূর্ব সতর্কতা ছাড়াই ডিজেবল বা বন্ধ করে দেওয়া হতে পারে।
ফেসবুকের রোবটিক রিভিউ সিস্টেম
বর্তমানে ফেসবুকের অধিকাংশ পর্যালোচনা প্রক্রিয়া অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত হয়। ফলে—
👉 ভুয়া রিপোর্টের ভিত্তিতে মানুষের যাচাই ছাড়া একটি আইডি বা পেজ সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। এতে নির্দোষ ব্যবহারকারীরাও সমস্যায় পড়েন।
👉 ভেরিফাইড অ্যাকাউন্টও ঝুঁকিমুক্ত নয় ‘নীল ব্যাজ’ বা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকলেও কোনো নীতিমালা ভঙ্গ করলে, কিংবা সিস্টেমগত ত্রুটির কারণে সেটিও ডিজেবল হতে পারে।
ফেসবুকের কপিরাইট ও রাইটস ম্যানেজারের ভূমিকা
ফেসবুকে কপিরাইট লঙ্ঘনের ঘটনা প্রায়ই দেখা যায়। এ সমস্যা সমাধানে প্ল্যাটফর্মটি ব্যবহার করে ‘Rights Manager’ নামের একটি টুল, যা মূলত ভিডিও ও মিডিয়া কনটেন্ট সুরক্ষায় কাজ করে। তবে অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর এই টুল ব্যবহারে অভ্যস্ত নন। ফলে কখনও কখনও ভুলবশত মূল কনটেন্ট নির্মাতার আইডি বা পেজই ডিজেবল হয়ে যায়। এটি ব্যবহার করলে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর তাদের কনটেন্ট সুরক্ষিত রাখতে পারবে।
ডিজেবল ফেসবুক আইডি বা পেজ পুনরুদ্ধারের উপায়
১. ফেসবুক হেল্প সেন্টারে যোগাযোগ করুন – নিবন্ধিত ই-মেইল বা ফোন নম্বর দিয়ে ফিডব্যাক দিন।
২. পরিচয় প্রমাণ দিন – জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা জন্মনিবন্ধনের স্ক্যান কপি জমা দিন।
৩. আপিল ফর্ম পূরণ করুন – ফেসবুকের সাপোর্ট পেজে নির্ধারিত ফর্ম পূরণ করে আপিল পাঠান।
৪. অপেক্ষা করুন – রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
ফেসবুক আইডি বা পেজ নিরাপদ রাখতে করনিও
👉 আমাদের উচিত সবসময় ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করুন।
👉 কনটেন্ট শেয়ার করার আগে কপিরাইট যাচাই করতে হবে।
👉 সন্দেহজনক লিঙ্ক বা অ্যাপস ব্যবহার এড়িয়ে চলুন।
👉 আইডি ও পেজে দুই-স্তর নিরাপত্তা (2FA) সক্রিয় রাখুন।
বিঃদ্রঃ আমাদের মনে রাখা উচিত, ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগ বা বিনোদনের মাধ্যম নয়, অনেকের জীবিকারও উৎস। তাই নিজের আইডি বা পেজ নিরাপদ রাখতে সচেতনতা ও নিয়ম মেনে চলাতে হবে তাহলে সবচেয়ে বড় সুরক্ষা হবে।
সূত্রঃ আরটিভি/তথ্যপ্রযুক্তি
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url