হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে নিয়ে এলো নতুন সুবিধা
![]() |
| হোয়াটসঅ্যাপ নতুন ফিচার |WhatsApp |
ইন্টারনেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম একটি। এর মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের যোগাযোগ, কাজকর্ম, ব্যবসা কিংবা পরিবার-বন্ধুদের সঙ্গে সংযোগ রাখার জন্য এটি অপরিহার্য একটি মাধ্যম। কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জানেন না এমন কিছু ফিচার আছে যা ব্যবহার করলে আপনার প্রাইভেসি ও সুবিধা আরও বাড়ানো সম্ভব।
হোয়াটসঅ্যাপ ইউজারদের ডেটা সুরক্ষায় আরও এক ধাপ এগোল। এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদ ও সহজ করার জন্য জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ যুক্ত করেছে নতুন একটি ফিচার যা, পাসকি এনক্রিপশন ব্যবস্থা, যা ব্যবহারকারীদের হাতের ছাপ বা মুখের স্বীকৃতি দিয়েই ব্যাকআপ সুরক্ষিত করার সুযোগ দেবে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
এখন থেকে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আনলো নতুন পাস এনক্রিপশন ফিচার। এই ফিচার ব্যবহার করলে জটিল পাসওয়ার্ড বা দীর্ঘ ৬৪ অঙ্কের এনক্রিপশন মনে রাখতে হবে না। এই ফিচারটি কাজ করবে স্মার্টয়োনে থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে চ্যাট ব্যাকআপ এখন আরও দ্রুত ও নিরাপদে এনক্রিপ্ট করা যাবে।
হোয়াটসঅ্যাপ গত ২০২১ সালে প্রথবাবর চ্যাট ব্যাকআপে এন্ড–টু–এন্ড এনক্রিপশন চালু করেছিল। কিন্তু তখন ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পাসওয়ার্ড তৈরি করতে হতো বা ৬৪ অঙ্কের ব্যাকআপ কী সংরক্ষণ করতে হতো, যা ফোন হারালে বা নতুন ফোনে ডেটা স্থানান্তরের সময় ঝামেলার সৃষ্টি করত। কিন্তু এই নতুন পাসকি এনক্রিপশন ব্যবস্থা সেই জটিলতা পুরোপুরি কমিয়ে এনেছে।
হোয়াটসঅ্যাপ পাসকি এনক্রিপটড চালু নিয়ম
👉 প্রথমত,নতুন সেটিং সক্রিয় করতে হোয়াটসঅ্যাপের ‘চ্যাট’ মেনুতে যেতে হবে।
👉 দ্বিতীয়ত, এরপরে ‘চ্যাট ব্যাকআপ’-এ ক্লিক করতে হবে।
👉 তৃতীয়ত, এখন ‘এন্ড–টু–এন্ড এনক্রিপটেড ব্যাকআপ’ অপশনে যেতে হবে।
👉 চতুর্থয়ত, এখন সেখানে পাসকি এনেবল করতে হবে। সক্রিয় করার পর ব্যাকআপ ডেটা কেবলমাত্র ব্যবহারকারীর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই অ্যাক্সেসযোগ্য থাকবে।
হোয়াটসঅ্যাপ পাসকি চালু করলে কি হবে?
এই পাসকি এনক্রিপশন চালুর ফলে ব্যাকআপকৃত কোনো তথ্য চ্যাট হিস্টোরি, ছবি, ভিডিও বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ, জি-মেল বা গুগল ড্রাইভ বা আইক্লাউড কেউই দেখতে পারবে না। সবকিছু থাকবে শুধুই ব্যবহারকারীর নিয়ন্ত্রণে। হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই নিরাপত্তা সুবিধা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
সূত্রঃ আরটিভি/তথ্যপ্রযুক্তি
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url