লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা নিয়ম : স্টেপ-বাই-স্টেপ

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF

How to Verification a LinkedIn Account: Step-by-Step

LinkedIn ID Verification স্টেপ-বাই-স্টেপ গাইড:

প্রয়োজনীয় জিনিসপত্র (Prerequisites):

1.বৈধ সরকারি পরিচয়পত্র (পাসপোর্ট / জাতীয় পরিচয়পত্র) পাসপোর্ট হলে আরও ভালো। 
2. একটি NFC-সাপোর্টেড স্মার্টফোন (যদি LinkedIn বা আপনার দেশের অনলাইন ভেরিফিকেশন NFC-ভিত্তিক হলে)।
3. স্থিতিশীল ইন্টারনেট কানেকশন এবং পরিষ্কার লাইটিং (সেলফি বা ডকুমেন্ট ছবি তুলতে)।
4. সর্বশেষ LinkedIn অ্যাপ (অ্যাপ স্টোর/গুগল প্লে থেকে আপডেট করুন) বা ডেক্সটপেও Browser-ভিত্তিক অপশন থাকতে পারে।

ধাপ ১: অ্যাপ/ওয়েব লগইন করুন
LinkedIn অ্যাপে বা ব্রাউজারে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।

ধাপ ২: Settings (সেটিংস) এ যান
Me (বা প্রোফাইল আইকন) → Settings & Privacy নির্বাচন করুন।

ধাপ ৩: Identity / Verification অপশন খুঁজুন
Account Preferences বা Privacy বিভাগে “Identity verification”, “Verify identity” বা “ID verification” নামে একটি অপশন দেখবেন সেটিতে যান। (মেনু নাম ভিন্ন জায়গায় থাকতে পারে; না পেলে Settings-এর সার্চ বক্সে “verify” লিখে সার্চ করুন।)

ধাপ ৪ প্রক্রিয়া শুরু করুন (Start verification)
“Start verification” বা “Verify now” বাটনে ক্লিক করুন। এখানে তারা আপনাকে বলে কী কী ডকুমেন্ট লাগবে।

ধাপ ৫: ডকুমেন্ট আপলোড ও/অথবা NFC ট্যাপ

যদি সিস্টেম ডকুমেন্ট ইমেজ চায়: আপনার পাসপোর্টের সামনের পেজের স্পষ্ট ছবি আপলোড করুন।

যদি NFC-ভিত্তিক ভেরিফিকেশন দরকার হয়: আপনার ফোনে NFC অন করে (Settings → Connections → NFC) এবং নির্দেশিত মত পাসপোর্ট চিপ/ট্যাগের সাথে ট্যাপ করুন। (এখানে ফোনে NFC না থাকলে প্রক্রিয়া চলতে নাও পারে।)

সাধারণত সিস্টেম আপনাকে বলে কখন ট্যাপ বা কখন ছবি তুলতে হবে সেটি Step-by-step নির্দেশ মেনে কাজ করুন।

ধাপ ৬: সেলফি বা লাইভ face check
অনেক ক্ষেত্রে লাইভ সেলফি বা face match চাইবে ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে সেলফি তুলুন বা অনস্ক্রিন নির্দেশ অনুযায়ী মাথা ঘোরান।

ধাপ ৭: সাবমিট ও অপেক্ষা
সব ফাইল ও সেলফি সাবমিট করুন। ভেরিফিকেশনের ফলাফল সাধারণত কিছু সময়ের মধ্যে আসে — যদি বিরলভাবে ম্যানুয়াল রিভিউ লাগে তবে একটু বেশি সময় লাগতে পারে।

ধাপ ৮: সফল হলে প্রোফাইল আপডেট
যদি ভেরিফিকেশন পাস করে, LinkedIn আপনার প্রোফাইলের পাশে ভেরিফাইড ব্যাজ বা চিহ্ন দেখাবে।

Troubleshooting & বিকল্প উপায় (যদি NFC না থাকে)

যদি আপনার ফোনে NFC না থাকে একসাথে অন্য ফোন ব্যবহার করে ভেরিফাই করুন (বন্ধু/পরিচিতির ফোনে NFC-সক্ষম ডিভাইস আছে।

বিকল্প: LinkedIn-এর কাস্টমার সাপোর্ট-কে কনট্যাক্ট করে জানাতে পারেন তারা কখনো কিছু ভিন্ন পদ্ধতিও সাজেস্ট করতে পারে।

ছবি পরিষ্কার না গেলে পুনরায় ছবি তুলে দিন ব্লার বা ছায়া হলে রিজেক্ট হওয়ার সম্ভবনা থাকে।

ব্রাউজার-ভিত্তিক ইনস্ট্রুমেন্ট থাকলে ডেক্সটপ ব্যবহার করে চেষ্টা করুন কখনো মোবাইল-অ্যাপের সমস্যা ডেক্সটপে থাকে না।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF