স্যামসাংয়ের নতুন বিক্সবি (Bixby) One UI 8.5 অফিসিয়াল, শিগগিরই আসছে বেটা ভার্সনে

বিজ্ঞাপন  Best Web Hosting BD Domain fast web hosting site buy domain and hosting


অ্যাপলের নতুন Gemini–Siri আসার আগেই নিজের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে আরও শক্তিশালী করতে চাইছে স্যামসাং। যদিও সাম্প্রতিক গ্যালাক্সি ফোনগুলোতে গুগল জেমিনি বেশ জোরেশোরে প্রমোট করা হচ্ছে, তবুও স্যামসাং যে বিক্সবিকে একেবারে বাদ দিচ্ছে না, সেটা এবার পরিষ্কার হয়ে গেল। বরং বিক্সবির জন্য তাদের পরিকল্পনা আরও বড়।

স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, One UI 8.5–এর সঙ্গে আসছে একদম নতুন ও উন্নত বিক্সবি। এই নতুন বিক্সবিকে প্রথমে One UI 8.5 বেটা প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষা করা হবে, যা ইতিমধ্যে কিছু নির্দিষ্ট দেশে Galaxy S25 সিরিজের জন্য চালু আছে।

Samsung's new Bixby ব্যবহার করার নিয়ম

স্যামসাংয়ের লক্ষ্য হলো এমন একটি বিক্সবি (Bixby) তৈরি করা, যা ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথা বলতে পারবে এবং পরিস্থিতি বুঝে কাজ করতে পারবে। নতুন ভার্সনের বিক্সবি এখন আগের মতো শুধু নির্দেশনার তালিকা দেখাবে না, বরং সরাসরি কাজ করে দেবে।

উদাহরণ হিসেবে, আপনি যদি বিক্সবিকে বলেন, “আমি তাকিয়ে থাকলে স্ক্রিন অন রাখো”, তাহলে এখন আর সেটিংসের ধাপ দেখাবে না। বরং সরাসরি Settings অ্যাপে গিয়ে Screen on While Viewingঅপশনটি চালু করে দেবে।

আরেকটি উদাহরণ দিয়েছে স্যামসাং— আপনি যদি জিজ্ঞেস করেন, “পকেটে থাকলেও আমার ফোনের স্ক্রিন অন কেন থাকে?” তাহলে বিক্সবি সেই প্রেক্ষাপট বুঝে Accidental Touch Protection–এর মতো প্রয়োজনীয় সেটিংস সামনে নিয়ে আসবে।

Perplexity–এর মাধ্যমে রিয়েল-টাইম ওয়েব সার্চ স্যামসাং আরও নিশ্চিত করেছে, বিক্সবির সঙ্গে Perplexity–এর ইন্টিগ্রেশন করা হচ্ছে— যা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। এর ফলে নতুন বিক্সবি (Bixby) রিয়েল-টাইম ওয়েব সার্চ করতে পারবে এবং সর্বশেষ তথ্য সরাসরি বিক্সবির মধ্যেই দেখাবে।

স্যামসাংয়ের ভাষায়, এতে ব্যবহারকারীদের আলাদা করে ব্রাউজার বা অন্য অ্যাপে যেতে হবে না। সব তথ্যই পাওয়া যাবে বিক্সবির ইন্টারফেসের ভেতরেই, যা অভিজ্ঞতাকে আরও সহজ ও সাবলীল করবে।

কবে পাওয়া যাবে নতুন বিক্সবি?

নতুন বিক্সবি (Bixby) প্রথমে One UI 8.5 বেটা প্রোগ্রামের মাধ্যমে আসবে। ধারণা করা হচ্ছে, Galaxy S25 সিরিজের জন্য এটি চতুর্থ বেটা আপডেট হিসেবেই রোলআউট হতে পারে, কারণ আগের একটি লিক হওয়া চেঞ্জলগে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সব পরীক্ষা শেষ হওয়ার পর, প্রথম স্থিতিশীল One UI 8.5 আপডেটের সঙ্গে নতুন বিক্সবি সবার জন্য উন্মুক্ত করা হবে। এই আপডেটটি নাকি কয়েক সপ্তাহের মধ্যেই Galaxy S26 সিরিজের সঙ্গে প্রথমবারের মতো দেখা যেতে পারে। এরপর ধাপে ধাপে আরও বেশি ডিভাইসে এটি পৌঁছে দেওয়া হবে।

সংক্ষেপে বলতে গেলে, গুগল জেমিনি থাকা সত্ত্বেও স্যামসাং স্পষ্ট করে জানিয়ে দিল— ভবিষ্যতের জন্য বিক্সবিও তাদের বড় পরিকল্পনার অংশ।

বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF