চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ভাবসম্প্রসারণ ডাউনলোড। বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণ চরিত্রহীন ব্যক্তি পশুর সমান | কৌণিক বার্তা
শামীম জাহান
১৪ জানু, ২০২২
এসএসসি ও জেএসসি পরীক্ষার জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ । অথবা , চরিত্রহীন ব্যক্তি পশুর সমান । অথবা , চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ ভাবসম্প্রসারণ ডাউনলোড। অন্যন সকল শ্রেণির জন্য এই ভাবসম্প্রসারণটি লেখা যাবে।
ভাবসম্প্রসারণ কি? ভাবসম্প্রসারণ কাকে বলে?
চরিত্র মানুষের অমূল্য সম্পদ । অথবা , চরিত্রহীন ব্যক্তি পশুর সমান । অথবা , চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ ভাবসম্প্রসারণ মানুষ কখনো কখনো অল্প কথায় মনের ভাব প্রকাশ করে । এই ভাবকে ঠিক রেখেই এর সম্প্রসারণ করতে হয় । ভাবসম্প্রসারণ অনেকটা ভাবার্থের বিপরীত । কোনো পদ্যাংশ বা গদ্যাংশের ভেতর একটি গূঢ় তাৎপর্য অত্যন্ত স্বপ্নায়তনে থাকে । তাকে বিস্তৃতভাবে প্রকাশ করার নামই ভাবসম্প্রসারণ। ইংরেজিতে এটিকে Amplification বা Explanation of idea বলে । চরিত্র মানুষের অমূল্য সম্পদ । অথবা , চরিত্রহীন ব্যক্তি পশুর সমান । অথবা , চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ ভাবসম্প্রসারণ নিচে দেওয়া হয়েছে বিস্তিরিত।
সুতরাং যে ভাব বা Idea সংক্ষেপে বা ইঙ্গিতে করা হয়েছে , তাকেই বিস্তৃত করে প্রকাশ করাকে ভাবসম্প্রসারণ বলা হয় ।
৬ষ্ঠ,৭ম, ৯ম, এসএসসি ও জেএসসি পরীক্ষার জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ । অথবা , চরিত্রহীন ব্যক্তি পশুর সমান । অথবা , চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ ভাবসম্প্রসারণ ডাউনলোড।
মূলভাব : মানবজীবনে উত্তম চরিত্রের চেয়ে মূল্যবান কোনো সম্পদ নেই । মূলত চারিত্রিক বিচারেই একজন মানুষ ভালো কিংবা মন্দ বলে বিবেচিত হয় ।
সম্প্রসারিত ভাব : চরিত্র মানুষের সবচেয়ে বড় সম্পদ । চরিত্রবান ব্যক্তি স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজে শ্রদ্ধাভাজন ও সমাদৃত হয়ে থাকেন । চরিত্র মানুষকে সুশোভিত করে । মানুষ তার শারীরিক সৌন্দর্য আরও আকর্ষণীয় ও মধুময় করতে সুন্দর পোশাক ও অলঙ্কার ব্যবহার করে । মানবজীবনের শ্রেষ্ঠ অপরিহার্য উপাদান হচ্ছে স্বাস্থ্য , অর্থ এবং বিদ্যা । জীবনে এগুলোর যতই অবদান থাক না কেন , এককভাবে এগুলোর কোনোটিই মানুষকে সর্বোত্তম মানুষে পরিণত করতে সক্ষম নয় । কথায় আছে , ‘ সম্পদ হারালে কোনো কিছু ক্ষতি হয় না , স্বাস্থ্য হারালে কিছুটা ক্ষতি হয় ; কিন্তু চরিত্র হারালে কিছুই অবশিষ্ট থাকে না । '
যার পরশে জীবন ঐশ্বর্যমণ্ডিত হয় এবং যার বদৌলতে মানুষ জনসমাজে শ্রদ্ধা ও সম্মানের পাত্র হিসেবে আদৃত হয়ে থাকে , তা চরিত্র ছাড়া অন্য কিছুই নয় । নামমাত্র নৈতিকতা বা ন্যায়নিষ্ঠতাই চরিত্র না , চরিত্রের মাঝে সমন্বয় ঘটাতে হয় মানুষের যাবতীয় মানবীয় গুণাবলি ও আদর্শের মাধ্যমে । চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়া - মোহ ও লো- লালসার বন্ধনকে ছিন্ন করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অবিচল থাকেন । পার্থিব সম্পদ মানুষের সচ্ছলতা ও প্রতিপত্তি এনে দিলেও আত্মিক সৌন্দর্য এবং মানসিক ঔদার্যের জন্য চাই সুন্দর চরিত্র । চারিত্রিক গুণাবলির অভাব বা ত্রুটি ঘটলে মানুষের গৌরব বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না । চরিত্রহীন লোককে সবাই ঘৃণা করে । সে কারণে যথার্থ মানুষ হওয়ার জন্য অবশ্যই চরিত্রবান হতে হবে ।
মন্তব্য : মানবজীবনে চরিত্রের মতো বড় অলঙ্কার আর নেই । তাই বলা হয় “ The crown and glory of life is character o চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ ।
নিচে গিয়ে ভাবসম্প্রসারণ এর সম্পূর্ণ তালিকা দেখুন।
আপনাদের সুবিধার কথা চিন্তা করে এবং আপনাদের ইংরেজি ভাষা পড়া ও চর্চা করার জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ । অথবা , চরিত্রহীন ব্যক্তি পশুর সমান ।অথবা , চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ ভাবসম্প্রসারণটি ইংরেজি ভাষাতে লেখা হয়েছে নিচে তা ইংরেজি অনুবাদ দেওয়া আছে। আপনি সেখান থেকে পড়তে এবং কপি করতে পারবেন, ধন্যবাদ।