সারাংশ - যে মরিতে জানে সুখের অধিকার তাহারই | কৌণিক বার্তা
যে মানুষ ত্যাগ করতে জানে ভোগের অধিকার কেবল তারই, যে মরিতে জানে সুখের অধিকার তাহারই সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
যে মরিতে জানে সুখের অধিকার তাহারই। যে জায় করে ভোগ করা তাহাকেই সাজে। যে লোক জীবনের সঙ্গে সুখ, বিলাসকে দুই হাতে ইকরিয়া থাকে সুখ তাহার সেই দিত কৃতদাসের কাছে নিজের সমস্ত ভাঙার খুলিয়া নেয় না। ত্যাগ মানুষকে অনেক কিছু শিখায়, তাহকে উচ্ছিষ্ট মাত্র নিয়া ফেলিয়া রাগে। আর মৃত্যুর আধান মাত্র যাহারা তুড়ি মারিয়া চলিয়া যায়, চির-আদৃত সুখের দিকে একবার পিছন ফিরিয়া তাকায় না, সুখ তাহাদিগকে চায়, সুখ তাহারাই জানে। যাহারা সকল ত্যাগ করিতে পারে, তাহারাই প্রবলভাবে ভোগ করিতে পারে।
সারাংশ : আমদের ত্যাগ করতে হবে, যে মানুষ ত্যাগ করতে জানে ভোগের অধিকার কেবল তারই। দুঃখ ছাড়া কখনোই সুখ লাভ করা যায় না। আবার সুখকে যারা আগলে রাখতে চায় সুখ তাদের বহিত করে। ত্যাগ ও সুঃখ-কষ্টের মধ্য দিয়েই সুখকে অর্জন করতে হয়। যে মরিতে জানে সুখ তাহার অধিকার।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।