জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন সম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা - সারাংশ
শিক্ষা একটি মহৎ গুণ, শিক্ষা জাতিকে শক্তিশালী করে তোলে, শিক্ষা জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন সম্পদশালী, উন্নত ও সুখী করে সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও মোন বর্ষার বারিধারার মতো সর্বসাধরণের মধ্যে সমভাবে বিবরণ করতে হবে। দেশে সরল ও সহজ ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচারকমে এ কার্যনিশ হয়। শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীয় প্রভাবে একটি জাতির মানসিক ও পার্থিব অবস্থার পরিবর্তন অপেক্ষাকৃত সম সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও স্কুলংকার, তাড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিন্যা মমিন উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে আত্মমর্যাদাসম্পন্ন হয় এবং গভীর দৃষ্টিলাভ করে। তারপর বিরাট জাতির বিরাট বিষটি দেহে শক্তি জেগে ওঠে।
সারাংশ : শিক্ষা একটি মহৎ গুণ, মরণে মহৎ ব্যক্তিদের দেখা উন্নত ও আদর্শিক গ্ৰন্থৰলি জাতির উদার মানসিকতা ও সুস্থ চিন্তাধারা গঠনের সহায়ক। সেজন্য জাতিকে ধনে, মানে ও শক্তিতে উন্নত করতে চাইলে শিক্ষা তথা জ্ঞানবিস্তারকে অগ্রাধিকার দিতে হবে। নৈতিক শক্তি ও মনুষ্যত্বের শক্তিতে বলীয়ান করতে পারাই জাতীয় উন্নতির পূর্বশর্ত।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।