সারাংশ - উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ নিরঙ্কুশভাবে বিহার
উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ নিরঙ্কুশভাবে বিহার সারাংশ জীবনে স্বেচ্ছাচারিতা দমন করা অত্যাবশ্যক। Class 6 7 8 9 10 SSC HSC JSC
উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ নিরঙ্কুশভাবে বিহার
উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ নিরঙ্কুশভাবে বিহার। যাহাদের নেতা বা শাসক নাই , তাহারাই উচ্ছ্বল হইয়া থাকে। তাই কোনো ভক্তিভাজন শ্রেষ্ঠ ব্যক্তির আদেশ অনুসারে চলা উচ্ছৃঙ্খলতানাশের একটি প্রধান উপায়। সৈনিক যেমন সেনাধ্যক্ষের আদেশের সম্পূর্ণ অধীন থাকেন, তাহার বিন্দুমাত্র ব্যতিক্রম করেন না, তেমনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির আজ্ঞাধীন হইয়া চলিলে বা সর্বদা তাহার নির্দেশ অনুসারে কাজ করিলে উচ্ছৃঙ্খলতা কমিয়া যায়। স্বেচ্ছাচার দমন করা নিতান্ত আবশ্যক।
সারাংশ : অভিভাবকহীন ও শাসকহীন অবাধ জীবনযাপনই মানুষকে উচ্ছৃঙ্খল করে। সৈনিক যেমন তার সেনাধ্যক্ষের অধীনে আদেশ পালন করো, তেমনি কোনো ভক্তিভাজন ব্যক্তির অধীনে থাকলে উচ্ছৃঙ্খলতা কমে যায়। জীবনে স্বেচ্ছাচারিতা দমন করা অত্যাবশ্যক।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url