যে আদিম মনুষ্য হিংস্র পশুর ন্যায় ক্ষুধার জ্বালায় সারাংশ
যে আদিম মনুষ্য হিংস্র পশুর ন্যায় ক্ষুধার জ্বালায় মহারণ্যে বিচরণ করিয়া মৃগ-বধপূর্বক মধ্যাহ্নে বৃক্ষমূলে বসিয়া মাংস কাঁচা চিবাইয়া খাইত সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
যে আদিম মনুষ্য হিংস্র পশুর ন্যায় ক্ষুধার জ্বালায়
যে আদিম মনুষ্য হিংস্র পশুর ন্যায় ক্ষুধার জ্বালায় মহারণ্যে বিচরণ করিয়া মৃগ-বধপূর্বক মধ্যাহ্নে বৃক্ষমূলে বসিয়া মাংস কাঁচা চিবাইয়া খাইত, সেই মনুষ্যই যেদিন অপরাহের অস্তাচলগামী সূর্যের মৃদু বর্ণচ্ছটায় বিমুগ্ধ হইয়া কি জানি কি ভাবিয়া একটি পরনান্দোলিত বিলম্বিত লতা হইতে একটি সুবর্ণ জ্যোতিপূষ্প ছিঁড়িয়া মাথার চুলে খুঁজিল, সেই দিনই তাহার বিশাল ইতিহাসের সূত্রপাত হইল । সেইদিন জানা গেল যে, মহারণ্যবাসী সিংহ, বাঘ্রে চিরকাল মহারণ্যেই বাস করিবে, কিন্তু তাহাদের আদিম সহচর মনুষ্য মহারণ্য বিনষ্ট করিয়া মহাসম্পদের সৃষ্টি করিবে। যেদিন জানা গেল যে, সিংহ-ব্যাঘ্রের কেবল পৃথিবী আছে, কিন্তু মানুষের পৃথিবী ও স্বর্গ দুই-ই আছে; সেইদিন হইতে মানুষের অনন্ত শিক্ষার উন্নতির সূত্রপাত হইল । সারাংশঃ মানুষের জানার ইচ্ছা, সৃজনশীলতা, কল্পনাপ্রবণতা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগের ক্ষমতা মানুষকে অরণ্যচারী জীবন থেকে পরিত্রাণ দিয়েছে। বন্য পশুর চিরকালীন আশ্রয় অরণ্যভূমি কিন্তু মানুষের জন্য রয়েছে স্বর্গ ও মর্ত্য উভাই। এ চিরন্তন সত্য থেকেই মানুষের মধ্যে জগৎ ও জীবন সম্পর্কে অনন্ত শিক্ষার সূচনা হয়েছে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।