কলেজ ভর্তির জন্য যে কাগজপত্র প্রয়োজন

কলেজ ভর্তি জন্য যে সকল প্রয়োজনে কাগজপত্র দরকার আছে তা নিয়ে আমরা কথা বলব। কলেজে ভর্তি হওযার জন্য এ বিষয়গুলো শিক্ষার্থীদের জানা দরকার। করণ, কলেজ ভর্তি সময় অনেক কম থাকে এবং কলেজে গিয়ে অনকে সমস্যা পড়তে হয় কি কি কাগজপত্র লাগবে সেইনি। শিক্ষার্থীরা কলেজে উপস্থিত হওয়ার আগে প্রয়োজনীয় ভর্তি কাগজপত্র বা তার সকল ডকুমেন্ট এবং ভর্তি ফি সঠিক ভাবে নিয়ে যেতে পারে এবং কোন সমস্যা না পরে।

কলেজ ভর্তির জন্য কি কাগজপত্র প্রয়োজন | Xi class college admission documents
কলেজে ভর্তির জন্য যে কাগজপত্র প্রয়োজন

কলেজ ভর্তির জন্য যে কাগজপত্র প্রয়োজন তা নিচে বিস্তারিত দেওয়া হয়েছে। কলেজে ভর্তি উত্তীর্ণ প্রার্থীরা যাতে সহজেই ভর্তি হতে পারে এ জন্য আমরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করছি। একাদশ শ্রেণি কলেজ ভর্তি চূড়ান্ত পর্যায়ে অনেক ডকুমেন্ট শিক্ষার্থীদের সাবমিট করতে হয় আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করা হয়েছে।

আমরা কলেজে ভর্তি ডকুমেন্টগুলোকে তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছে:

১। সাধারণ কলেজ

২। ক্যান্টনমেন্ট কলেজ

৩। মিশনারী কলেজ

কলেজে ভর্তির কাগজপত্র

  • প্রথমত, এসএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন ও মূল প্রবেশপত্র এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • এসএসসি পাশের মূল মার্কশিট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মাইগ্রেশন কার্ড / Online Copy এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • স্কুল থেকে নেওয়া মার্কশিট ও প্রশংসাপত্র / টেস্টমনিয়াল এর মূল কপিসহ ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • স্কুল থেকে মার্কশিট না পেয়ে থাকেন তাহলে অনলাইন মার্কশিট দিয়ে ভর্তি হতে পারবেন এবং পরবর্তীতে যখন দববে তখন জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ২ কপি ফটোকপি।
  • শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্টাম সাইজের ছবি, (পিতা-মাতার ২ কপি পাসপোর্ট ও স্টাম সাইজের ছবি),ছবির ব্যাকগ্রাউন্ড কলেজ থেকে বলে দেবে।
  • যদি থাকে, কোটার মূল সনদ এবং মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনী সম্পর্ক প্রমাণের জন্য গেজেট/ডেটা বেইজ/ওয়ারিশ সনদ প্রদর্শন করত। সকল প্রমাণপত্রের ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি।
  • ভর্তির ফি রশিদ বা নগদ টাকা জমা দিতে হবে।
  • ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
  • ভর্তি ফরমের সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

সাধারণ কলেজে ভর্তির কাগজপত্র

  • প্রথমত, এসএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন ও মূল প্রবেশপত্র এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • এসএসসি পাশের মূল মার্কশিট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মাইগ্রেশন কার্ড / Online Copy এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • স্কুল থেকে নেওয়া মার্কশিট ও প্রশংসাপত্র / টেস্টমনিয়াল এর মূল কপিসহ ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ও স্টাম সাইজের ছবি, (পিতা-মাতার ২ কপি পাসপোর্ট ও স্টাম সাইজের ছবি)
  • যদি, কোন শিক্ষার্থীর কোটা থাকে তাহলে কোটার মূল সনদ এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • ভর্তির ফি রশিদ বা নগদ টাকা জমা দিতে হবে।

ক্যান্টনমেন্ট কলেজ ভর্তির কাগজ

  • প্রথমত, এসএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন ও মূল প্রবেশপত্র এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • এসএসসি পাশের মূল মার্কশিট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মাইগ্রেশন কার্ড / Online Copy এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • স্কুল থেকে নেওয়া মার্কশিট ও প্রশংসাপত্র / টেস্টমনিয়াল এর মূল কপিসহ ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ও স্টাম সাইজের ছবি, (পিতা-মাতার ২ কপি পাসপোর্ট ও স্টাম সাইজের ছবি)
  • যদি, কোন শিক্ষার্থীর কোটা থাকে তাহলে কোটার মূল সনদ এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • ভর্তির ফি রশিদ বা নগদ টাকা জমা দিতে হবে।
  • ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
  • কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোন ডিফেন্স বাহিনী তে কর্মরত থাকেন এবং অবসর গ্রহণ করলে তাহলে ইউনিট প্রত্যয়ণ পত্র এবং খালাসী বইয়ের ফটোকপি জমা দিতে হবে।

মিশনারী কলেজ

  • প্রথমত, এসএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন ও মূল প্রবেশপত্র এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • এসএসসি পাশের মূল মার্কশিট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মাইগ্রেশন কার্ড / Online Copy এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • স্কুল থেকে নেওয়া মার্কশিট ও প্রশংসাপত্র / টেস্টমনিয়াল এর মূল কপিসহ ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ও স্টাম সাইজের ছবি, (পিতা-মাতার ২ কপি পাসপোর্ট ও স্টাম সাইজের ছবি)
  • যদি, কোন শিক্ষার্থীর কোটা থাকে তাহলে কোটার মূল সনদ এর ২ কপি ফটোকপি জমা দিতে হবে।
  • ভর্তির ফি রশিদ বা নগদ টাকা জমা দিতে হবে।
  • ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
  • কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোন ডিফেন্স বাহিনী তে কর্মরত থাকেন এবং অবসর গ্রহণ করলে তাহলে ইউনিট প্রত্যয়ণ পত্র এবং খালাসী বইয়ের ফটোকপি জমা দিতে হবে।
  • মিশনারী কলেজ গুলোর নিজ নিজ ওয়েব সাইটের আবেদন ফরম পূর্ণ করে জমা দিতে হবে।
  • ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র।




Tags:

কলেজে ভর্তি জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন, কলেজে ভর্তি কাগজপত্র, College admission documents, xi class admission documents, General college admission documents list, সাধারণ কলেজে ভর্তি কাগজপত্র,  মিশনরী কলেজে ভর্তি জন্য প্রয়োজনীয় কাগজপত্র, সাধারণ কলেজ ভর্তি ডকুমেন্টস, ক্যান্টনমেন্ট কলেজ ভর্তি ডকুমেন্টস, একাদশ শ্রেণিতে ভর্তি কাগজপত্র, HSC admission documents, কলেজে ভর্তি হতে কি কি কাগজ প্রয়োজন ২০২৩, সরকার কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র প্রয়োজন ২০২৩, HSC College admission documents,

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url