গুগল এখন থেকে ভূমিকম্পের এলার্ট দেবে

 

গুগল এখন থেকে ভূমিকম্পের এলার্ট দেবে | Google will now provide earthquake alerts
গুগল এখন থেকে ভূমিকম্পের এলার্ট

এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনে ভারতে ভূমিকম্পের এলার্ট দেবে গুগল। গুগলের জন্মদিন ২৫ বছর  উপলক্ষে এই কথা ঘোষাণা করেছেন। 

গুগল এক সংবাদমাধ্যম  গালফ নিউজ জানিয়েছে, এখন থেকে ভূমিকম্পের কম্পন শনাক্ত করতে ছোট আকারের একটি “সিসমোমিটার” প্রযুক্তি। এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন একটি সেন্সর কাজ করবে ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করবে।

গুগলের মুখপাত্র মিকা বারম্যান জানান, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহকের এলাকায় আগাম ভূমিকম্পের সতর্কবার্তা প্রদানের চেষ্টা করা হবে বলেন। আসলে অ্যান্ড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে।

গুগল জানিয়েছে, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। এর ফলেই সাংঘাতিক কম্পনের আগেই ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন গ্রাহক। এর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। ভারতে এই পরিষেবা এই প্রথম চালু হলেও বিশ্বের বহুদেশে আগে থেকেই এই ব্যবস্থা রয়েছে। আরও জানিয়েছেন, ভূমিকম্পের সতর্কতার পরিষেবা চালু করার জন্য ভারের জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এর সঙ্গে পরামর্শ করেছে গুগল। 

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url