সহজে জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

ই-মেইল প্ল্যাটফর্ম জি-মেইল বিশ্বের অন্যতম জনপ্রিয়।   আমাদের ব্যাক্তিগত জীবনে ও অফিসিয়াল কাজের জন্য ও এই জি-মেইল ব্যবহার করে থাকি। আমারা অনেক সময় একাধিক জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকেই। জি-মেইল অনেক আগের মেইল জমে থেকে জি-মেইল এর স্টোরেজ শেষ হয়ে যায়।

একটি জি-মেইল অ্যাকাউন্ট গুগল ১৫জিবি স্টোরেজই ফ্রি দিয়ে। তা শেষ হয়ে গেলেই সমস্যা হয়। এই সমস্ত পুরনো অপ্রয়োজনীয় মেইলে ভিড়ে দরকারি মেইলগুলো খুঁজে পাওয়া যায় না। যে কারণে একাধিক সমস্যার মুখে পড়তে হয়। তাই পুরোনো জি-মেইল অ্যাকাউন্টটি একেবারেই ডিলিট করে দিয়ে দিতে পারেন।

সহজে জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
সহজে জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

জি-মেইল অ্যাকাউন্ট একেবারে ডিলিট করার উপায়-

১। জি-মেইল অ্যাকাউন্ট ডিলিট করতে www.myaccount.google.com ঠিকানায় যাবেন। ই-মেইলটি যদি আগে থেকেই এ ব্রাউজারে লগইন থাকে, তাহলে নতুন করে লগইন করতে হবে না।

২। জি-মেইল ব্রাউজারে লগইন করা না থাকলে সাইনইনে ক্লিক করে ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৩। মেনু অপশন থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনস সেকশনের নিচের মেনুর মোর অপশনসে ক্লিক করুন।

৪। এরপর ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর লগইন সম্পন্ন হলে পরের ধাপগুলো অনুসরণ করুন। তাহলে আপনার জি-মেইল অ্যাকাউন্ট মুছে যাবে।

সূত্র: গুগল হেল্প

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url