কেনো আঙুলের ছাপ অপরিবর্তিত থাকে তা জানুন
![]() |
| ফিঙ্গারপ্রিন্ট |
মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারা যেমন বদলায়, তেমনি শরীরের বিভিন্ন অঙ্গেরও পরিবর্তন ঘটে। তবে একটি বিষয় সারাজীবন একই থেকে যায় সেটি হলো আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। মানুষের আঙুলের ছাপ এমন একটি পরিচয় যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে।পৃথিবীতে এতো মানুষ আছে এরপরেও এক জনের ফিঙ্গারপ্রিন্ট অন্য জনের সাথে এক নয়। তাই পরিচয় সনাক্ত করের গুরুত্বপূর্ণ মাধ্য।
আঙুলের ছাপ কেন পরিবর্তিত হয় না
বিশেষজ্ঞদের মতে, আঙুলের চামড়ায় থাকে ছোট ছোট রেখা ও প্যাটার্ন। এগুলো ভ্রূণ অবস্থায় তৈরি হয় এবং স্থায়ীভাবে থেকে যায়। আঙুলের ছাপের নকশা বা রেখাগুলো ত্বকের গভীর স্তরে গঠিত হয়। ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হলেও গভীর স্তরে কোনো পরিবর্তন ঘটে না। ফলে ত্বকের ওপরের অংশে কাটা বা ছেঁড়া হলেও নির্দিষ্ট সময় পর আগের নকশা অনুযায়ী নতুন ত্বক তৈরি হয়। এ কারণেই আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট অপরিবর্তিত থাকে।আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট মানুষের অনন্য পরিচয়ের প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। আধুনিক যুগে এটি অপরাধ তদন্ত, পরিচয় নিশ্চিতকরণ ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ও আর্থিক লেনদেন, মোবাইলের সিকিউরিটি, ভ্রমণ ও পাসপোর্ট যাচাই, অপরাধ তদন্ত, সঠিক পরিচয় নিশ্চিত করে, জালিয়াতি রোধ করে, ব্যক্তিগত নিরাপত্তা বাড়ার জন্যও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়।
আঙুলের ছাপ কীভাবে কাজ করে
ডিভাইস বা সিকিউরিটি সিস্টেমে যখন আঙুল রাখা হয়, তখন সেন্সর সেই রেখার নকশা স্ক্যান করে। তারপর তা ডাটাবেসে থাকা ছাপের সঙ্গে মিলিয়ে দেখে। মিল পেলে পরিচয় নিশ্চিত হয়।শেষ কথা
বিজ্ঞানীরা বলেন, আঙুলের ছাপ একটি অনন্য ও স্থায়ী পরিচয় যা, পৃথিবীতে দুইজন মানুষের আঙুলের ছাপ কখনোই এক নয়। এবং এটি পরিবর্তন হয় না, হারায় না এবং সবাইকে আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করে। এ কারণেই আঙুলের ছাপ আজও ব্যক্তিগত পরিচয়ের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই দৈনন্দিন নিরাপত্তা ও বিভিন্ন ডিজিটাল সেবায় আঙুলের ছাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url