মোবাইল ফোনে আসা প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায়
![]() |
| প্রমোশনাল এসএমএস |
বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত আসা বিরক্তিকর বিজ্ঞাপন বা প্রমোশনল এসএমএস। এর কারনে যেমন বিরক্ত হয়ে এবং আমাদের প্রয়োজনীয় এসএমএস গুলো খুঁজে পাওয়া যায় না। মোবাইল অপারেটররা বিভিন্ন পণ্য ও সেবার বিজ্ঞাপন বা প্রচারণায় বারবার মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। তবে এই বিরক্তিকর প্রমোশনাল এসএমএস সমস্যা থেকে মুক্তির জন্য সহজ ও কার্যকর একটি সমাধান রয়েছে ‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি সেবা। এর মাধ্যমে সকল ধরনের প্রমোশনাল এসএমএস বন্ধ/চালু করা যাবে।
ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সার্ভিস কী?
DND (Do Not Disturb) হল একটি সার্ভিস যা আপনাকে অযাচিত বা প্রমোশনাল কল এবং এসএমএস থেকে মুক্তি দেয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের প্রতি মাসে অন্তত একবার গ্রাহকদের ‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি সেবা সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছে। ‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি সেবা চালু করলে মোবাইল অপারেটরদের প্রচারণামূলক এসএমএস গ্রাহকের নম্বরে আর পৌঁছাবে না, যদিও জরুরি ও প্রয়োজনীয় সার্ভিস সংক্রান্ত বার্তা পাওয়া যাবে।
‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি চালু উপায়
ডিএনডি সেবা চালু করার জন্য গ্রাহককে কেবলমাত্র তাদের মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে এবং নির্দেশনা অনুসরণ করতে হবে। গ্রামীণফোন ব্যবহারকারীরা ডায়াল করবেন *১২১*১১০১#, বাংলালিংকের গ্রাহকরা ডায়াল করবেন *১২১*৮*৭#, এবং রবির গ্রাহকরা ডায়াল করবেন *৭#।
গ্রামীণফোন ডু নট ডিস্টার্ব (ডিনডি) সেবা
ডু নট ডিস্টার্ব (ডিনডি) একটি বিশেষ সার্ভিস যার মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকগণ তার মোবাইলে গ্রামীণফোন থেকে পাঠানো প্রচারমূলক কল ও এসএমএস বন্ধ করতে পারবেন।
👉 ডু নট ডিস্টার্ব (ডিনডি) সার্ভিস চালু করতে ডায়াল *121*1101#
👉 ডু নট ডিস্টার্ব (ডিনডি) সার্ভিস বন্ধ করতে ডায়াল *121*1102#
👉 ডু নট ডিস্টার্ব (ডিনডি) সার্ভিস স্ট্যাটাস চেক করতে ডায়াল *121*1103#
👉 ডু নট ডিস্টার্ব (ডিনডি) সার্ভিস চালু/বন্ধ করতে আবেদনের দিন থেকে সর্বোচ্চ ৩ কর্ম দিবস সময় লাগবে।
ডু নট ডিস্টার্ব (ডিনডি) সার্ভিস শুবুমাত্র গ্রামীণফোন থেকে পাঠানো প্রচারমূলক কল ও এসএমএস বন্ধ করার ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামীণফোন ব্যতিত অন্যান্য প্রচারমূলক কল ও এসএমএস বন্ধ হবে না।
বাংলালিংক ডু নট ডিস্টার্ব সার্ভিস
বাংলালিংক থেকে সব প্রমোশনাল এসএমএস চালু বা বন্ধ করতে ডায়াল করুন *121*8*7# এবং নির্দেশাবলি অনুসরণ করুন।
এয়ারটেল ডু নট ডিসটার্ব সেবা
ডু নট ডিস্টার্ব (ডিএনডি) সার্ভিস চালু করতে *৭# ডায়াল করুন (ফ্রি), এয়ারটেল থেকে প্রোমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। ডিএনডি সার্ভিস বন্ধ করতে চাইলে গ্রাহককে একই কোড (*৭#) ডায়াল করতে হবে।
রবি ডু নট ডিস্টার্ব সার্ভিস
ডু নট ডিস্টার্ব (ডিএনডি) সার্ভিস চালু করতে *৭# ডায়াল করুন (ফ্রি), এয়ারটেল থেকে প্রোমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। ডিএনডি সার্ভিস বন্ধ করতে চাইলে গ্রাহককে একই কোড (*৭#) ডায়াল করতে হবে
‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি সেবা বন্ধ করতে চালে গ্রামীণফোন ব্যবহারকারীরা ডায়াল করবেন *১২১*১১০২#, বাংলালিংকের গ্রাহকরা ডায়াল করবেন *১২১*৮*৭#, এবং রবি ও এয়াটেল গ্রাহকরা ডায়াল করবেন *৭# এরপরে “বন্ধ” অপশন ট্যাপ করলে হবে।
এই সহজ পদ্ধতিতে গ্রাহকরা অপ্রয়োজনীয় প্রমোশনাল মেসেজ থেকে মুক্তি পেয়ে মোবাইল ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবেন। বিশেষ করে কাজের সময় বা বিশ্রামের সময়ে অহেতুক এসএমএস না আসায় ব্যবহারকারীদের ব্যক্তিগত সময় ও মনোযোগ বজায় রাখা সহজ হবে।
সুতরাং, আপনার মোবাইল নম্বরের অনাকাঙ্ক্ষিত বার্তা বা প্রচারণা মূলত মেসেজ থেকে সুরক্ষিত করার জন্য এবং মোবাইল ব্যবহারকে আরও সহজ স্বস্তিদায়ক ও মসৃণ করে তুলুন প্রমোশনাল এসএসএস বন্ধ করে তাই আজই ‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি সেবা সক্রিয় করুন। মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে উপরে দেওয়া কোড ডায়াল করেই আপনি এই সুবিধা পেতে পারেন।
সূত্রঃ আরটিভি/ইন্টারনেট
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url