ফেসবুকে নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর, এক সপ্তাহেই যেভাবে মনিটাইজেশন পাবেন

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF
ফেসবুকে নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর, এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন
ফেসবুক মনিটাইজেশন

বর্তমানে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের প্ল্যাটফর্ম না এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে আয় করা সম্ভব।  সম্প্রতি ফেসবুক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের কর্তৃপক্ষ জানিয়েছে,  যে কেউ মাত্র তিনটি নির্টষ্ট সেটিংস চালু করলে পেতে পারে আয় করার সুযোগ এবং এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশন ফিচারে যুক্ত হতে পারবেন। এতে নতুনরা খুব দ্রুত আয় করার সুযোগ পাবেন।

ফেসবুক প্ল্যাটফর্ম সূত্র জানায়, নতুন নীতিমালায় মনিটাইজেশনের জন্য বড় ধরনের কোনো শর্ত আর নেই। বরং এখন যেসব তিনটি সেটিংস সক্রিয় করতে হবে, তা হলো—

    • (১) প্রফেশনাল মোড অন করা,
    • (২) ক্রিয়েটর টুলস সক্রিয় করা এবং
    • (৩) বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা।

ফেসবুকে এই তিনটি ধাপ নিশ্চিত করা হলে ক্রিয়েটরদের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে রিচ পেতে থাকে এবং অ্যালগরিদম তাদের ভিডিও বা পোস্টকে দ্রুত বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয়। এর ফলে মাত্র ৫–৭ দিনেই মনিটাইজেশন যোগ্যতা পূর্ণ হয়।

নতুন আপডেটের পর থেকে সবচেয়ে লাভবান হচ্ছেন তারা, যারা সম্পূর্ণ ফেসবুক নতুন অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট তৈরি শুরু করছেন। বিশেষজ্ঞদের মতে, পূর্বের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে গেছে, যা তরুণ ক্রিয়েটরদের আরও উৎসাহিত করবে।

ফেসবুক প্ল্যাটফর্মের একটি টেকনিক্যাল টিম জানিয়েছে, এই নতুন সিস্টেম পরীক্ষামূলকভাবে চালুর পর দেখা গেছে যারা নিয়মিত কনটেন্ট আপলোড করছেন, তারা পূর্বের তুলনায় দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন। ফলে অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের উৎস হিসেবে বিবেচনা করছেন।


সূত্রঃ আরটিভি

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF