বার্সা অল্পের জন্য বেচেঁ গেল | কৌণিক বার্তা
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ১৬ রাউন্ডে জায়গা করে নিয়েছে। দর্শনীয় কোপা দেল রে রাউন্ড ৩২ ম্যাচে তৃতীয় বিভাগের দল লিনারেস ডি পোর্টিভো ২-১ গোলে হেরেছে। ম্যাচ জিতলেও প্রথমে পিছিয়ে পড়ে তারা।
কিন্তু ১৯ তম মিনিটে হুগো ডিয়াজ গোল করে লিনারেসকে দেপোর্তিভোকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধ করতে পারেনি তরুণ বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে ডি ইয়ং, ওসমান দেম্বেলে ও জেরার্ড পিকে মাঠে নামার সিদ্ধান্ত নেন বার্সা কোচ জাভি।
তা সত্ত্বেও, একজনের মালিকানা এখনও গড় ব্যক্তির নাগালের বাইরে কারণ লিনারেস দেপোর্তিভো দ্বিতীয়ার্ধে দুবার বল আঘাত করেছিলেন। তাছাড়া তাদের আরেকটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে।
এ সময় ফরাসি স্ট্রাইকার দেম্বেলে বল জালে জড়ান। এরপর ৬৯তম মিনিটে ক্লাবের একাডেমির একজন খেলোয়াড় ফেরান জাগলা পাল্টা আক্রমণ থেকে ক্রসে গোল করে বার্সাকে এগিয়ে দেন।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।