নগদ ইসলামিক একাউন্ট কি। নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম। নগদ ডোনেশন দেওয়ার নিয়ম। নগদ ইসলামিক সুবিধা

 

নগদ ইসলামিক একাউন্ট কি, নগদ ইসলামিক একাউন্ট রেজিষ্ট্রেশন
নগদ ইসলামিক একাউন্ট

“নগদ” বাংলাদেশ পোষ্ট অফিসের একটি ডিজিটাল আর্থিক লেনদেন সেবা। নগদ একটি সুরক্ষিত ও দ্রুতবর্ধমান ডিজিটাল আর্থিক লেনদেন সেবা যা তার গ্রাহককে ক্যাশইন , ক্যাশআউট , সেন্ডমানি , মোবাইল রিচার্জের মত দৈনন্দিন প্রয়োজনীয় আর্থিক লেনদেন এর সুবিধা দিয়ে থাকে। ‘নগদ’ ব্র্যান্ডটি Third Wave Technologies Limited ( TWTL ) দ্বারা পরিচালিত।প্রযুক্তি সেবা প্রদানকারী Kona Software Lab Limited বাংলাদেশে ডিজিটাল আর্থিক লেনদেনের পরিসর সার্বজনীন করে তুলতে নগদ অগ্রগণ্য ভূমিকা পালন করছে।

নগদ ইসলামিক একাউন্ট কি?

নগদ ইসলামিক একাউন্ট হচ্ছে নগদ একাউন্ট এর এটি ডিজিটাল লেনদেন এবং সুদবিহীন লেনদেন একাউন্ট, “নগদ” বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং) সেবা। বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে  মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের সাথে প্রতিযোগিতায় রয়েছে “নগদ” মোবাইল ব্যাংকিং। প্রতিযোগিতায় টিকে থাকতে নগদ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এর মাধ্যমে নগদ নতুন অফার বা পদ্ধতি নিয়ে এসেছে তা হলো নগদ ইসলামিক একাউন্ট যা সুদবিহীন লেনদেন। 

এই নতুন বছরে নগদ মোবাইল ব্যাংকিং চালু করেছে "নগদ ইসলামিক একাউন্ট"। তাদের অর্জিত অর্থ সুদ মুক্ত ও হালাল পন্থায় জামায়াত করার জন্য নগদ কমিটি চালু করেছে নগদ ইসলামিক একাউন্ট।ইসলামিক শরিয়াহ ভিত্তিক নগদ একাউন্ট হলো নগদ ইসলামিক একাউন্ট। শরিয়াহ সুপারভাইজারি কমিটির নির্দেশনা অনুযায়ী এই নগদ ইসলামিক একাউন্টের কার্যক্রম পরিচালিত হয়।

নগদ সাধারণ একাউন্ট ও ইসলামিক একাউন্টের মধ্যে পার্থক্য

  • নগদ সাধারণ একাউন্টে মুনাফা বা সুদ নেওয়া যায়।
  • নগদ ইসলামিক একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  • নগদ ইসলামিক একাউন্টে কোনো ধরণের মুনাফা পাবেন না ব্যবহারকারীগণ।
  • তবে নগদ সাধারণ একাউন্ট এবং নগদ ইসলামিক একাউন্ট অন্য সকল অফার,
  • যেমনঃ ক্যাশব্যাক, মূল্যছাড়, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।
  • নগদ ইসলামিক একাউন্ট শরিয়াহ সম্মত সকল নগদ অফার ও ব্যবহার করা যাবে।

নগদ ইসলামিক একাউন্টের সুবিধা

  1. নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর সকল শরিয়াহ সম্মত সার্ভিস এবং সুবিধা উপভোগ করতে পারবেন।
  2. নগদ ইসলামিক একাউন্ট থাকা কালিন গ্রাহক তার জমানো টাকার ওপর মুনাফা পাবেন না। কিন্তু নগদ সাধারণ একাউন্ট হলে মুনাফা পাবে।
  3. নগদ ইসলামিক একাউন্ট থেকে যাকাত/ডোনেশন দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের কোন প্রকার লিমিট থাকবে না। কিন্তু নগদ একাউন্টে দৈনিক এবং মাসিক যে লিমিট আছে তা প্রযোজ্য হবে।
  4. নগদ ইসলামিক একাউন্ট সুবিধা নিতে চাইলে নগদ সাধারণ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করতে হবে। (নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করার নিয়ম)
  5. নগদ গ্রাহক তার নগদ একাউন্ট প্রতিমাসে ১ বার একাউন্টের ধরন পরিবর্তন করতে পারবে।
  6. নগদ ইসলামিক একাউন্ট ব্যবহারের ব্যবহার করতে পারবেন একটি অ্যাপ দিয়ে।

নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম ২০২২

বিঃদ্রঃ আপনার যদি আগে থেকে নগদ একাউন্ট খোলা থাকে তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করে নগদ ইসলামিক একাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি নগদ একাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে নগদ একাউন্ট ও নগদ ইসলামিক একাউন্ট রেজিষ্ট্রেশন করুণ।

ধাপঃ ১ নগদ একাউন্ট লগইন

আপনার নগদ একাউন্টটি অ্যাপের মাধ্যমে ওপেন করুণ এরপরে আপনার নগদ একাউন্ট “আমার নগদ” অপশানে ট্যাপ করুণ।

নগদ একাউন্ট
আমার নগদ একাউন্ট

ধাপঃ ২ একাউন্ট ধরণ সিলেক্ট

আপনার নগদ একাউন্টটি নগদ ইসলামিক একাউন্ট করার জন্য “একাউন্ট ধরণ” সিলেক্ট করুণ।

নগদ একাউন্ট ধরণ সিলেক্ট
নগদ একাউন্ট ধরণ সিলেক্ট

ধাপঃ ৩ একাউন্ট ধরণ পরিবর্তনের পারমিশন

আপনি যদি একাউন্ট ধরণ পরিবর্তন করতে চান তাহলে “হ্যাঁ” আর যদি একাউন্ট ধরণ পরিবর্তন করবেনা তাহলে “না” ট্যাপ করুণ।
একাউন্ট ধরণ পরিবর্তনের পারমিশন
একাউন্ট ধরণ পরিবর্তনের পারমিশন

ধাপঃ ৪ নগদ ইসলামিক একাউন্ট কনর্ফম

সকল বিষয় ঠিক ভাবে করলে নিচে ছবির মত আপনার নগদ একাউন্ট ধরণ পরিবর্তন হয়ে যাবে এবং সাধারণ নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট হয়ে যাবে। এখন নগদ ইসলামিক একাউন্টের সকল সুবিধা পাবেন।

নগদ ইসলামিক একাউন্ট কনর্ফম
নগদ ইসলামিক একাউন্ট কনর্ফম

নগদ ইসলামিক একাউন্ট এর সেবা সমূহ

১। সুদবিহীন
২। ডোনেশন
৩। হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস পেমেন্ট
৪। ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম পেমেন্ট

ওপরে দেওয়া সকল সেবা গুলি বিস্তারিত নিচে আলোচনা করা হলোঃ

আরও পড়ুনঃ

সুদবিহীন

শরিয়াহসম্মত "নগদ ইসলামিক" এমএফএস একাউন্ট সম্পূর্ণ সুদবিহীন। ধর্মপ্রাণ মুসলমানের জন্য নগদ ইসলামিক এমএফএস একাউন্ট। এই "নগদ ইসলামিক" এমএফএস একাউন্টে গ্রাহকদের জমা টাকার পরিমাণের উপর কোন সুদ ধার্য হয় না। এই একাউন্ট শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয় যা গ্রাহকদের কাছে খুব সহজেই বিভিন্ন সুবিধা পৌঁছে দেবে।

হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস পেমেন্ট

হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস প্যাকেজের পেমেন্ট করুন নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ্ব। প্রতিবছর বহুসংখক মানুষ হজ্ব পালনের উদ্দেশ্যে তাদের নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস প্যাকেজ নিয়ে থাকে। তাদের সুবিধার জন্যই এই সকল নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে পার্টনারশিপের ভিত্তিতে যুক্ত হয়েছে নগদ ইসলামিক এমএফএস একাউন্ট। এখন মুসলিম ধর্মাবলম্বীরা হজ্ব এবং ওমরাহ পালনের জন্য পেমেন্ট করতে পারবেন এই নগদ ইসলামিক এমএফএস একাউন্টের মাধ্যমে।

নগদ ইসলামিক একাউন্ট আছে প্রতিষ্ঠানসমূহঃ

  • আই টি এস হলিডে লিমিটেড
  • জাস্ট হলিডেস লি:
  • ট্রাভেল জু বাংলাদেশ লিমিটেড
  • হারামাইন হজ ওমরাহ লিমিটেড
  • কসমস হলিডে
  • এনি ট্যুরিজ্‌ম
  • ইকো ট্রিপারস
  • চলঘুরি লিমিটেড
  • অরিজিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-ট্যুর হাব
  • এলিগেন্ট  হলিডেজ
  • দুরন্ত ট্যুরিজ্‌ম
  • আরএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
  • সায়রা এয়ার ইন্টারন্যাশনাল
  • এসবি এভিয়েশন
  • জামা টেকনোলজিস লিমিটেড।
  • জামা টেকনোলজিস লিমিটেড - অনলাইন
  • ওশেনিয়া ট্যুরিজম এন্ড ট্রাভেল
  • ডিলাইট  হলিডে
  • অরবিট  ট্রাভেল এইড
  • উইংস এয়ার
  • সানজার এভিয়েশন লি.
  • প্লাসিড ইন্টারন্যাশনাল
  • আজমেরি ট্রাভেল এজেন্সি
  • এওট্রেক ট্যুরিজম লিমিটেড
  • বাই এয়ার টিকেট লি.
  • ট্র্যাভেল আইল্যান্ড লি.
  • ট্রিপ ট্রিকসট্রাস্ট হলিডে
  • জপ্ল্যানার্স হলিডে
  • জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস
  • ট্র্যাভেল গেটওয়ে
  • ট্রিপ বিয়ন্ড
  • মেক মাই প্ল্যান লিমিটেড
  • টিবিডি হলিডেজ
  • ট্র্যাভেল  ফেয়ার  বিডিসুরেন ট্রাভেলস
  • রাশেল ট্যুরস এন্ড ট্রাভেলস
  • ম্যাপ বাংলাদেশের
  • জেড ইন্টারন্যাশনাল

নগদ ইসলামিক একাউন্ট ডোনেশন

ইসলামি আদর্শে পরিচালিত বিবিধ প্রতিষ্ঠানে ‘ডোনেশন’ দিন "নগদ ইসলামিক একাউন্ট " থেকে সারা বছরই ইসলামি আদর্শে পরিচালিত, মানব কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে দান কিংবা যাকাতের টাকা ডোনেট করতে পারবেন নগদ ইসলামিক একাউন্ট থেকে।

কিভাবে ইসলামিক একাউন্ট দিয়ে ডোনেশন দিবেন-

আপনার "নগদ একাউন্ট" থাকে কিন্তু নগদ ইসলামিক একাউন্ট করা নেই তাহলে আগে আপনার নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করতে হবে। আপনি যদি না জানে তাহলে দেখুন নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করতে হয় কিভাবে। আপনার নগদ একাউন্ট যদি না থাকে তাহলে দেখুন কিভাবে নগদ একাউন্ট এবং নগদ ইসলামিক একাউন্ট খুলতে হয়।

নগদ ইসলামিক একাউন্ট দিয়ে কিভাবে ডোনেশন দিতে হয় ছবিসহ বিস্তারিত দেখুন। প্রথমত নগদ ইসলামিক অ্যাপ ওপেন করুণ এবং সেখান থেকে ‘ডোনেশন’ সিলেক্ট করুণ >> প্রাপক অপশনে "মার্চেন্টের নাম বা নাম্বার" লিখুন >> "ডোনেশন-এর পরিমাণ " দিন >> আপনার "নগদ ইসলামিক একাউন্টের পিন টাইপ" করে লেনদেন সম্পন্ন করুন।

নগদ ইসলামিক একাউন্ট ডোনেশন দেওয়ার নিয়ম ২০২২

ধাপ ১ নগদ ইসলামিক একাউন্ট ওপেন এবং ডোনেশন সিলেক্ট

প্রথমত ডোনেশন দেওয়ার জন্য নগদ ইসলামিক একাউন্ট অ্যাপ ডাউনলোড করুণ এবং ওপেন করুণ। এরপরে আপনি "ডোনেশন" সিলেক্ট করুণ।

নগদ ইসলামিক একাউন্ট ওপেন এবং ডোনেশন সিলেক্ট
ডোনেশন সিলেক্ট

ধাপ ২ প্রাপক তথ্য পূরণ

ডোনেশন অপশান সিলেক্ট করার পরে আপনার কাছে লিস্টে আসবে সেখান থেক আপনার পছন্দ মত প্রতিষ্ঠান দেখে সেই প্রতিষ্ঠানের সিলেক্ট  করলে "মার্চেন্টর নাম বা নাম্বার" চলে আসবে। 

প্রাপক তথ্য পূরণ
প্রাপক তথ্য পূরণ

ধাপ ৩ ডোনেশন এর পরিমাণ

আপনি যত টাকা ডোনেশ দিতে চান সেই পরিমাণ টাকা এখানে লিখুন এর পরে "পরবর্তী" বাটনে ট্যাপ করুণ
ডোনেশন এর পরিমাণ
ডোনেশন এর পরিমাণ

ধাপ ৪ নগদ একাউন্ট পিন

আপনার নগদ ইসলামিক একাউন্ট এর পিন দিতে হবে যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে নগদ ইসলামিক একাউন্ট পিন দিয়ে "পরবর্তী" বাটনে ট্যাপ করুণ

নগদ ইসলামিক একাউন্ট পিন
নগদ ইসলামিক একাউন্ট পিন

ধাপ ৫ কনর্ফম করার জন্য ট্যাপ করুণ

আপার লেনদেন কনর্ফম করার জন্য "নগদ লোগো এর ওপর ট্যাপ করে ধরে রাখুন"
নগদ লেনদেন কনর্ফম করুণ
নগদ লেনদেন কনর্ফম করুণ

ধাপ ৬ কনর্ফমেশন এসএমএস

আপনার দেওয়া পিন এবং অন্যন তথ্য সঠিক থাকলে আপনাকে একটি কনর্ফমেশন SMS প্রদন করার হবে নগদ থেকে নিচের মত। আর লেনদেন করতে "হোম এ ফিরে যান" বাটনে ট্যাপ করুণ
কনর্ফমেশন এসএমএস
কনর্ফমেশন এসএমএস

প্রতিষ্ঠানসমূহঃ

ইসলামিক ডোনেশন প্রতিষ্ঠানসমূহ ও নাম্বারঃ

  • আল মারকাযুল ইসলামী ☞ 01995559999
  • আঞ্জুমান মুফিদুল ইসলাম ☞ 01318242999
  • আস-সুন্নাহ ফাউন্ডেশন ☞ 01408203040
  • সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ☞ 01729296296
  • তাসাউফ ফাউন্ডেশন ☞ 01322402218
  • মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস ☞ 01841246303

যাকাত ডোনেশন প্রতিষ্ঠানসমূহ ও নাম্বারঃ

  • আল মারকাযুল ইসলামী- যাকাত ☞ 01754448777
  • আঞ্জুমান মুফিদুল ইসলাম ☞ 01318242999
  • আস-সুন্নাহ ফাউন্ডেশন ☞ 01408203040
  • সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ☞ 01729296296
  • তাসাউফ ফাউন্ডেশন ☞ 01322402218
  • বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ☞ 01729284257
  • কে কে ফাউন্ডেশন ☞ 01318217020
  • মাস্তুল ফাউন্ডেশন ☞ 01730482279 
  • কোয়ান্টাম ফাউন্ডেশন ☞ 01315393646
  • সাজিদা ফাউন্ডেশন ☞ 01777773089
  • অভিযাত্রিক ফাউন্ডেশন ☞ 01701666300
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ – যাকাত ফান্ড ☞ 01323195586
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল – রোগী কল্যাণ সমিতি (যাকাত তহবিল) ☞ 01944917834
  • মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস ☞ 01841246303
  • বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ☞ 01612226223
  • সংযোগ ফাউন্ডেশন- যাকাত ফান্ড ☞ 01886301888
  • ১ টাকায় আহার

ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম পেমেন্ট

বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম দিন "নগদ ইসলামিক একাউন্ট" থেকে। নগদ ইসলামিক এমএফএস একাউন্ট থেকে নির্দিষ্ট ইসলামিক ইস্যুরেন্স পলিসির প্রিমিয়াম দিতে পারবেন খুব সহজেই।

যেভাবে ইসলামিক ইন্স্যুরেন্স-এর প্রিমিয়াম দিবেন-

আপনার "নগদ একাউন্ট" থাকে কিন্তু নগদ ইসলামিক একাউন্ট করা নেই তাহলে আগে আপনার নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করতে হবে। আপনি যদি না জানে তাহলে দেখুন নগদ একাউন্ট থেকে নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করতে হয় কিভাবে। আপনার নগদ একাউন্ট যদি না থাকে তাহলে দেখুন কিভাবে নগদ একাউন্ট এবং নগদ ইসলামিক একাউন্ট খুলতে হয়।

নগদ ইসলামিক একাউন্ট দিয়ে বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম দেওয়ার জন্য >> নগদ ইসলামিক অ্যাপ থেকে ‘বিল পে’ -তে যান >> “ইন্স্যুরেন্স অপশন” সিলেক্ট করুন >> আপনি যে ইন্স্যরেন্স কোম্পানিতে দিতে চান সেই “ইন্স্যরেন্স কোম্পানি” সিলেক্ট করুণ >> এরপর “পলিসি নাম্বার” দিয়ে "পরবর্তী" বাটনে ট্যাপ করুণ >> আপনার “ইন্স্যরেন্স পরিমাণ টাকা” দিন >> এরপরে আপনার “নগদ ইসলামিক একাউন্ট পিন” দিন >> এর পরে সকল তথ্য ঠিক থাকলে “ট্যাপ করে ধরে রাখুন” লেনদেন সম্পন্ন করুন।

নগদ ইসলামিক ইন্স্যরেন্স দেওয়ার নিয়ম ২০২২

ধাপঃ ১ নগদ ইসলামিক একাউন্ট ওপেন এবং পে বিল সিলেক্ট

আপনার নগদ ইসলামিক একাউন্ট ওপেন করার পরে “পে বিল” অপশান সিলেক্ট করুণ।

নগদ ইসলামিক একাউন্ট ওপেন এবং পে বিল সিলেক্ট
বিল পে সিলেক্ট

ধাপঃ ২ বিল পে ক্যাটাগরি সিলেক্ট

বিল পে সিলেক্ট করার পরে “ইন্স্যুরেন্স অপশান” সিলেক্ট করুণ

নগদ ইসলামিক ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স

ধাপঃ ৩ Policy No ট্যাপ

আপনার ইন্স্যুরেন্স Policy No ও  Purpose সিলেক্ট করুন এর পরে “পরবর্তী” বাটনে ট্যাপ করুণ।

Policy No ও  Purpose
Policy No ও  Purpose

ধাপঃ ৪ নগদ ইসলামিক একাউন্ট পিন

আপনার নগদ ইসলামিক একাউন্ট পিন বা নগদ একাউন্ট পিন প্রদান করুণ এর পরে “পরবর্তী” বাটনে ট্যাপ করুণ।

নগদ একাউন্ট পিন
নগদ একাউন্ট পিন

ধাপঃ ৫ লেনদেন কনর্ফম

আপনার লেনদেন কনর্ফম করার জন্য "ট্যাপ করে ধরে রাখুন "
নগদ একাউন্ট লেনদেন কনর্ফম
নগদ একাউন্ট লেনদেন কনর্ফম

ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠানসমূহ

  • ১। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ
  • ২। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • ৩। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
  • ৪। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • ৫। ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ
  • ৬। আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • ৭। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • ৮। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
  • ৯। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • ১০। সোনালী লাইফ ইন্সুরেন্স কো লিঃ
  • ১১। স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কো . লিমিটেড

FAQ

How to check Nagad account balance?

If you want to check Nagad account balance then follow the steps below.  If you want to check the button on mobile phone or with code.  After tapping Nagad USSD Code *167# on phone and call.
Write it Number 7 then send Button Click 7.My Nagad. Write the number 1 of the "check balance " and send Button Click. Then Type "Your Nagad PIN" and Send button Click.

How to Change Nagad Account to Nagad Islamic Account?

Nagad account Change To make Nagad Islamic account, first download your mobile Nagad App and login to Nagad account.  When the login is complete, click on the “My Nagad” option below >> Then click on the “Account Type” option >> Now a pop-up box will appear in front of you where you click on “Yes” >> Your Nagad account has changed.

তথ্য সূত্রঃ

১। নগদ ইসলামিক অফিসিয়াল ওয়েবসাইট

২। Pro 99 Tricks

৩। বাংলা টেক ২৪


এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
6 Comments
  • All Sim Offer
    All Sim Offer মঙ্গলবার, মে ৩১, ২০২২ ২:১৬:০০ PM

    সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ

    • শামীম জাহান
      শামীম জাহান মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩ ১২:১৪:০০ AM

      ধন্যবাদ সাথে থাকুন

  • Abdullah
    Abdullah মঙ্গলবার, জুলাই ০৫, ২০২২ ৪:৩৭:০০ PM

    অনেক সুন্দর পোস্ট ছিল ধন্যবাদ 💕💕

    • শামীম জাহান
      শামীম জাহান মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩ ১২:১৫:০০ AM

      ধন্যবাদ, সাথে থাকুন

  • Naged
    Naged বুধবার, জুলাই ০৬, ২০২২ ৭:২৪:০০ PM

    Nice post

    • শামীম জাহান
      শামীম জাহান মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩ ১২:১৫:০০ AM

      ধন্যবাদ, সাথে থাকুন

Add Comment
comment url