আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত আছে জানার নিয়ম

বিজ্ঞাপন  Best Web Hosting BD Domain fast web hosting site buy domain and hosting
আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত আছে জানার নিয়ম
আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত আছে জানার নিয়ম

২০২৬ নতুন বছরের প্রথমদিন থেকে শুরু করে অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) অনলাইন মোবাইল ফোন নিবন্ধন কার্যক্রমচালু হয়েছে। এর মধ্যে যে মোবাইল ফোন গুলো ১ জানুয়ারি ২০২৬ তারিখ আগে সিম ব্যবহার করেছে সেই গুলো অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে এবং এরপর থেকে নিবন্ধন করতে হবে তা নাহলে নেটওয়ার্ক ফোন ব্যবহার করা যাবে না। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল রেজিস্ট্রেশন (How to check mobile count) করা আছে তা এখন ঘরে বসেই জানতে পারবেন। 


এ ছাড়াও একই সাথে মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব। চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা।

এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত দেখার পদ্ধতি

আপনার NID দিয়ে কতগুলো মোবাইল সেট রেজিস্টেশন করা হয়েছে তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

👉 প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন।
👉 হোম পেজের ডান পাশের উপরে রেজিস্টেশন মেন্যু আছে ক্লিক করলে রেজিস্টেশন ফর্ম আসবে
👉 সঠিক তথ্য দিয়ে রেজিস্টেশন করুন।
বিঃদ্রঃ এইক্ষেত্রে প্রথমে আপনার নাম দেওয়ার ক্ষেত্রে কোন স্পেস ব্যবহার করা যাবে না। এছাড়াও ইউজার আইডি দেওয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করবেন।  আপনার যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয় তাহলে স্মার্ট আইডি অপশন দিবেন। আর যদি ১৩ অথবা ১৭ ডিজিটের সংখ্যা হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন।
👉 রেজিস্টেশন শেষ হওয়ার পর লগইন করলে বিস্তারিত দেখতে পারবেন।

আপনার হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন আছে কি না এইটা যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করার পর বাম পাশে দেখবেন লিখা আছে Check Your phone’s Verification Status instantly এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের IMEI নাম্বারটা দিয়ে "Check"  বাটনে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না।

মোবাইলে IMEI নাম্বার চেক করা পদ্ধতি

আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য Dial: *#06# অথবা মোবাইল সেটিংস থেকে About Phone > Status Information > IMEI Information গেল৷ দেখতে পারবেন।
বিজ্ঞাপন

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF