ফেসবুক সাবস্ক্রিপশন অটো পেমেন্ট বন্ধ ও কার্ড নিরাপদ রাখার উপায় ! ফেসবুক ব্লু-ভেরিফায়েড
![]() |
| Facebook Blue-Verified |
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সাম্প্রতিক সাবস্ক্রিপশন সেবা চালু করে যা ফেসবুক আইডি নিরাপত্তা জন্য তার ব্লু-ভেরিফায়ড (Meta Verified) সাবস্ক্রিপশন চালু করে যার বিনিময়ে অর্থ পেমেন্ট করতে হবে।
ফেসবুক সাম্প্রতিক প্রচারের জন্য ফেসবুক ব্যবহারকারী দের প্রথম মাস ফ্রি ব্লু-ভেরিফায়েড (Meta Verified) সাবস্ক্রিপশন দিয়েছিল এতে অনেক ফেসবুক ব্যবহারকারী সেবাটি নিয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, তারা ব্লু-ভেরিফায়েড (Meta Verified) সাবস্ক্রিপশন নেওয়ার পর প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে।
অনেকে জানেন না, কিভাবে ফেসবুক ব্লু-ভেরিফায়েড (Meta Verified) সাবস্ক্রিপশন অটো-রিনিউ পেমেন্ট বন্ধ করা যায়।
Meta Verified হলো ফেসবুক ও ইনস্টাগ্রামের একটি পেইড সাবস্ক্রিপশন সার্ভিস। এই সার্ভিসে ব্যবহারকারীরা ব্লু-ভেরিফায়েড ব্যাজ, এক্সক্লুসিভ সাপোর্ট এবং অন্যান্য বিশেষ সুবিধা পান। তবে এটি একটি মাসিক সাবস্ক্রিপশন এবং ডিফল্টভাবে অটো-রিনিউ চালু থাকে।
ফেসবুকের সাবস্ক্রিপশন বাতিল করবেন:
👉 ফেসবুক অ্যাপ খুলুন এবং Menu (☰) এ যান।
👉 Settings & Privacy → Settings নির্বাচন করুন।
👉 নিচে স্ক্রল করে Meta Verified অপশনে ক্লিক করুন।
👉 Subscription বা Manage Subscription এ যান।
👉 Cancel Subscription চাপুন এবং নিশ্চিত করুন।
এতে সাবস্ক্রিপশন বাতিল হবে এবং পরবর্তী মাস থেকে টাকা কেটে নেওয়া হবে না।
সাবস্ক্রিপশন যুক্ত কার্ড রিমুভ করার উপায়:
👉 ফেসবুক অ্যাপ খুলুন এবং Menu (☰) এ যান।
👉 Settings → Payments / Meta Pay এ যান।
👉 Payment Methods নির্বাচন করুন।
👉 আপনার কার্ড সিলেক্ট করে Remove Card চাপুন।
👉 সাবস্ক্রিপশন বাতিল না করলে অনেক সময় কার্ড সরানো যায় না।
Google Play বা Apple ID দিয়ে পেমেন্ট করলে:
🫰যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়া হয়ে থাকে, তবে Google Play Store → Profile → Payments & Subscriptions → Subscriptions এ গিয়ে Meta Verified সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।
🫰আইফোন ব্যবহারকারীদের জন্য, Settings → Apple ID → Subscriptions → Meta Verified সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।
সাবস্ক্রিপশন পেমেন্ট নিরাপত্তা পরামর্শ:
ব্যাংক অ্যাপ থেকে অনলাইন বা আন্তর্জাতিক পেমেন্ট নিয়ন্ত্রণ করুন। নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এড়িয়ে চলুন। ফেসবুক ব্লু ভেরিফায়েড একটি সুবিধাজনক সার্ভিস হলেও, সচেতন না হলে এটি ব্যবহারকারীদের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। সাবস্ক্রিপশন নেওয়ার আগে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়া এবং প্রয়োজনে দ্রুত বাতিল করা সবচেয়ে নিরাপদ।
সূত্রঃ আরটিভি/ইন্টারনেট
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url